গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করা হল ২৫০ কিলোমিটার হাইওয়ে
গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হল ২৫০ কিলোমিটার হাইওয়ে। যদিও তার পিছনে অন্য একটি কারণ রয়েছে। গঙ্গাজল ছেটানোর সঙ্গে হল পুজোপাঠও।
দেশজুড়েই রয়েছে হাইওয়ের জাল। যা সড়ক যোগাযোগকে শক্তিশালী করেছে। হাইওয়ে ধরে দিনরাতই নানা মাপের গাড়ি চলছে। বাণিজ্যিক পরিবহণ থেকে ব্যক্তিগত গাড়ি, মোটরবাইক সবই চলছে।
তেমনই একটি হাইওয়ে এবার শুদ্ধ করা হল গঙ্গাজল দিয়ে। তবে একটু আধটু রাস্তার অংশ নয়। প্রায় ২৫০ কিলোমিটার পথে গঙ্গাজল ছেটানো হল।
রাস্তায় যান চলাচলের নিয়ম পাখি পড়ার মত পড়িয়েও কাজ হয়নি। অনেক গাড়ি চালকই সব নিয়ম মেনে চলেন না। ট্রাফিক আইনও অনেক সময় লঙ্ঘিত হয়। জরিমানা করেও যে এসব বন্ধ করা গেছে এমনটা নয়। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। মৃত্যু হয় মানুষের।
মধ্যপ্রদেশের নিমুচ জেলার লেবাদ থেকে নয়াগাঁও পর্যন্ত বিস্তৃত হাইওয়ে যেন দুর্ঘটনার বদ্ধভূমি হয়ে উঠেছে। অনেক কিছু করেও পথ দুর্ঘটনা রোখা যাচ্ছেনা। ফলে এবার গঙ্গাজলে ভরসা রাখলেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
এতে যদি দুর্ঘটনা কিছুটা কমে সেই আশায় ২৫০ কিলোমিটার রাস্তা জুড়ে গঙ্গাজল ছেটালেন তাঁরা। প্রসঙ্গত গঙ্গাজল ভারতে পুজোর কাজে ব্যবহৃত হয়। দেশের অন্যতম পবিত্র নদী হল গঙ্গা।
শুধু গঙ্গাজল ছেটানোই নয়, সেইসঙ্গে একটি হোমযজ্ঞের আয়োজনও হয়। ওই রাস্তায় যাঁদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের আত্মার শান্তি কামনা করে এই যজ্ঞের আয়োজন করা হয়। যা যাবতীয় সনাতনি রীতি মেনেই সংঘটিত হয়।
গঙ্গাজলও ছেটানো হয় সনাতনি রীতি মেনে। ভারতে অবশ্য হাইওয়েতে পথ দুর্ঘটনা ঘটনা বিরল নয়। প্রায়ই এমন ঘটনার খবর মেলে। মৃত্যু হয় মানুষের।