National

বাঘের দাঁত খারাপ, শিকারের অভ্যাস বজায় রাখতে অন্য অনুমতির আবেদন

বাঘের দাঁতের হাল অনেকদিন ধরেই খারাপ। তা বলে তাকে শিকার ভুলতে দিলে চলবে না। সেজন্য এবার বিশেষ ব্যবস্থা করার অনুমতির আবেদন করা হল।

দাঁতটা অনেকদিন ধরেই খারাপ হয়েছিল বাঘটির। তা প্রায় ১ বছর গড়াতে চলল। এরমধ্যে তার দাঁতের অপারেশনও হয়েছে। ধীরে ধীরে খারাপ দাঁত ভালও হচ্ছে।

এদিকে দাঁতের হাল বেহাল হওয়ায় বাঘটিকে বিশেষ ঘেরাটোপে রাখে অভয়ারণ্য কর্তৃপক্ষ। তাকে নিয়ম করে জল, খাবার দিতে থাকে তারা। দিনে ৬ থেকে ৭ কেজি ওজনের গরু, মুরগি বা খরগোশের মাংস তাকে দেওয়া হচ্ছে। কারণ তার বেশি সে খাচ্ছে না।


এদিকে এভাবে মুখের সামনে মাংস পেয়ে পেয়ে বাঘটি ক্রমশ তার শিকারের ক্ষমতা হারিয়ে ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তাই অভয়ারণ্য কর্তৃপক্ষ এবার অন্য অনুমতি চাইল। যাতে দাঁত ঠিক হয়ে গেলে বাঘটি অভয়ারণ্যের মধ্যেই নিজের শিকার নিজে ধরে খেতে পারে।

আন্নামালাই ব্যাঘ্র অভয়ারণ্যের বিশেষজ্ঞ আধিকারিক তামিলনাড়ুর চিফ কনজারভেটর অফ ফরেস্টস-এর কাছে বাঘটির শিকারের অভ্যাস বজায় রাখতে বিশেষ ব্যবস্থার অনুমতি চেয়েছেন। তাঁর ইচ্ছা বাঘটিকে ভালপারাইয়ের যে বিশেষ ঘেরাটোপে রাখা হয়েছে সেখানেই হরিণ ছেড়ে দেওয়া হোক।


ছোট জায়গার মধ্যে বাঘটি অনায়াসেই হরিণটিকে শিকার করতে পারবে। তারপর নিজের মত করে সে হরিণটি খেতে পারবে। এতে বাঘটির শিকারের অভ্যাসও বজায় থাকবে।

আর সে যে কম খাচ্ছে তাও বন্ধ হবে। বাঘ তার মনের মত করে শিকার করে প্রয়োজনীয় মাংস খেতে পারবে। তাতে তার ওজনও ঠিক থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button