চিড়িয়াখানার পশু থেকে স্কুল নয়, এবার দত্তক নিতে হবে বাস
এমন কিছুও যে দত্তক নিতে হবে তা সরকারি আধিকারিকরা ভেবেও দেখেননি। কিন্তু ফরমান তো তাই বলছে। দত্তক তো নিতেই হবে বাস। যত্নেও রাখতে হবে।
চিড়িয়াখানার পশুদের দেখভালের অনেক খরচ। সে খরচ অনেক চিড়িয়াখানার পক্ষেই টেনে ওঠা মুশকিল হয়। সেখানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানার পশুদের দত্তক নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানায়।
তবে ভারতের একটি রাজ্যে পশু বিভাগের আধিকারিকদেরও দত্তক নিতে হয় পশুদের। যেমন আর্থিক সংকটে ভোগা স্কুলকেও দত্তক নিতে হয় আধিকারিকদের।
এসব আগেই হয়েছিল। তবে এই দত্তকের তালিকায় নয়া সংযোজন হল বাস। সরকারি বাস দত্তক নিতে এবার কার্যত ফরমান জারি করল উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন।
পরিবহণ দফতরের প্রতি অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজারকে ১০টি করে বাস দত্তক নিতে হবে। প্রতি সার্ভিস ম্যানেজারকে নিতে হবে ডিপোর ২টি করে বাসের দায়িত্ব।
শুধু দায়িত্ব নেওয়াই নয় তাদের যত্নও করতে হবে। দত্তক নেওয়ার পর মাত্র ৩ দিনের মধ্যে সারিয়ে ফেলতে হবে যান্ত্রিক সমস্যা। তা আবার খতিয়ে দেখবেন কয়েকজন আধিকারিক।
কারা সবচেয়ে ভাল এই কাজ করতে পারলেন তা আবার ১ মাস যাওয়ার পর মূল্যায়ন হবে। তাতে যাঁরা খুব ভাল কাজ দেখাবেন তাঁদের একটি ইনসেন্টিভ দেবে সে রাজ্যের পরিবহণ দফতর।
বাস দত্তক নেওয়ার বিষয়টি এখন চর্চায় উঠে এসেছে। এমনকি উত্তরপ্রদেশের এই পদক্ষেপ অন্য রাজ্যের পরিবহণ দফতরকেও এই পথে হাঁটার রাস্তা দেখাল বলে মনে করছেন অনেকে। এতে রাজ্যে পরিবহণের হাল কিছুটা ফিরবে বলেই মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা