হয় তারা তাকে ফিরিয়ে নিয়ে যাক, নতুবা সে আত্মহত্যা করবে। ওমানের মাসকট থেকে হায়দরাবাদে বাবা-মাকে এমনই জানাল সদ্যবিবাহিতা কিশোরী। মেয়েকে বাঁচাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন দরিদ্র পিতা-মাতা। পুলিশ সূত্রের খবর, ১৬ বছরের মেয়েটি অষ্টম শ্রেণির ছাত্রী। মাস তিনেক আগে তার বিয়ে হয় ওমানের এক বৃদ্ধের সঙ্গে। বয়স ৬৫ বছর। তাদের সেই বিয়ের ছবিও পুলিশের হাতে তুলে দিয়েছেন মেয়েটির বাবা-মা।
বিয়ের পর ওই বৃদ্ধ ওমান ফিরে যান। পরে তাঁর কিশোরী স্ত্রীয়ের জন্য ভিসা পাঠিয়ে দেন। কিন্তু ওমান গিয়ে থেকে মেয়ে সারাক্ষণ কেঁদে চলেছে বলে দাবি করেছেন তার বাবা-মা। তাকে ফিরিয়ে দিতে বৃদ্ধ ‘জামাই’-কে ফোন করলে তিনি সাফ জানিয়েছেন ৫ লক্ষ টাকা ফেরত দাও। মেয়ে ফেরত নাও।
কেন ৫ লক্ষ টাকা? কিশোরীর বাবা-মায়ের দাবি, ওই বৃদ্ধের সঙ্গে কিশোরী ভাইঝির বিয়ে দিতে মেয়েটির কাকা-কাকিমাই বন্দোবস্ত করেছিল। আর তখনই বিয়ের জন্য ৫ লক্ষ টাকা বৃদ্ধের কাছ থেকে নেয় তারা। কিন্তু সেসব তাদের জানায়নি। কিশোরীর বাবা-মায়ের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। তবে হায়দরাবাদে এই ঘটনা নতুন নয়। টাকার বিনিময়ে দরিদ্র পরিবারের কিশোরী মেয়েকে বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়ার খবর এর আগেও বিভিন্ন সময়ে সামনে এসেছে।