National

বিমানে মহিলার গায়ে প্রস্রাব করলেন এক যাত্রী, খুলে দেখালেন গোপনাঙ্গ

বিমানে যাত্রা করাকালীন এক মহিলা যাত্রীর গায়ে এসে প্রস্রাব করে দিলেন এক পুরুষ যাত্রী। সেখানেই শেষ নয়। গোপনাঙ্গ খুলেও দেখালেন মহিলাকে।

দীর্ঘ যাত্রার বিমান। এয়ার ইন্ডিয়ার বিমানটি নিউ ইয়র্ক থেকে উড়ে আসছিল নয়াদিল্লির দিকে। বিমান যাত্রীদের মধ্যাহ্নভোজন সবে শেষ হয়েছে। বিমানের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। সকলেই একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন।

এমন সময় ৭০ বছরের এক বৃদ্ধার পাশে এসে দাঁড়ান এক ব্যক্তি। তিনিও এই একই বিমানে যাত্রা করছিলেন। ওই ব্যক্তিকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন।


মহিলার সামনে এসেই তিনি তাঁর প্যান্টের চেন খুলে ফেলেন। তারপর কার্যত সকলকে হতবাক করে ওই মহিলার গায়ে প্রস্রাব করতে শুরু করেন।

ওই ব্যক্তির প্রস্রাবে মহিলার জামা, ব্যাগ, জুতো সবই ভিজে যায়। এখানেই শেষ নয়, প্রস্রাব শেষে প্যান্ট প্রায় খুলে নিজের গোপনাঙ্গ মহিলার সামনে তুলে ধরেন ওই ব্যক্তি।


মহিলা তখন কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। ওই ব্যক্তির প্রস্রাবে তিনি তখন ভিজে গিয়েছেন। মহিলার পাশে বসা এক ব্যক্তি এবার কড়া গলায় ওই ব্যক্তিকে নিজের সিটে ফিরে যেতে বলেন।

Air India
এয়ার ইন্ডিয়া, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

প্রথমে কান না দিলেও পরে প্যান্ট ঠিক করে নিজের সিটে ফিরে যান ওই ব্যক্তি। বিমানসেবিকাদের ডেকে পাঠান ওই বৃদ্ধা। পুরো ঘটনা জানার পর বিমানসেবিকারা তাঁকে প্রস্রাবে ভিজে থাকা পোশাক ছেড়ে তাঁদের দেওয়া পোশাক পরতে অনুরোধ করেন। কিন্তু বিমান কানায় কানায় পূর্ণ থাকায় মহিলাকে তাঁর ওই ভিজে সিটেই গিয়ে বসতে হয়।

ঘটনাটি ঘটে গত ২৬ ডিসেম্বর। দিল্লিতে বিমান অবতরণের পর মহিলার আশা ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। কিন্তু দেখা যায় আর পাঁচজন যাত্রীর মতই ওই ব্যক্তিও বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

ওই বৃদ্ধা তখন এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার প্রধানকে চিঠি দিয়ে পুরো ঘটনা জানান। সেই ঘটনায় তখন কোনও বাধার মুখে না পড়লেও এই ব্যক্তির বিরুদ্ধে অবশেষে ১ সপ্তাহ পরে পদক্ষেপ হল। তাঁকে বিমানে যাত্রা করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ডিজিসিএ-এর তরফেও বিমান সংস্থার কাছে রিপোর্ট তলব করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button