দিল্লির বুকেই নাকি ঘটে গিয়েছিল নির্ভয়া কাণ্ড। কিন্তু তারপরও দিল্লি রইল দিল্লিতেই। যতই নারী সুরক্ষার ধ্বজা ওড়ানো হোক না কেন, রাজধানী শহরে নারীর প্রকৃত অবস্থান টের পাওয়া গেল দিল্লির এক অভিজাত হোটেলের ঘটনায়।
৩৪ বছরের এক বিবাহিতা মহিলা কর্মীর দাবি, ওই হোটেলের সুরক্ষা আধিকারিক বেশ কিছুদিন ধরেই নাকি তাঁকে শয্যাসঙ্গিনী হওয়ার জন্য অনুরোধ করছিল। সেই অনুরোধ এড়িয়ে গিয়েছিলেন তিনি। হোটেলের ফ্রন্ট ডেস্কে কাজ করা ওই মহিলার হালে জন্মদিন ছিল। সেদিন তাঁকে ওই সুরক্ষা আধিকারিক ডেকে পাঠায়। সেখানে অন্য এক পুরুষ কর্মীর সামনে তাঁর শাড়ি ধরে টেনে কাছে আনার চেষ্টা করে। কোনওক্রমে নিজেকে মুক্ত করে সেখান থেকে চলে যান ওই মহিলা। তারপর হোটেলের এইচআর-কে সব খুলে বলেন।
মহিলার দাবি, এই ঘটনা শোনার পর এইচআর ওই সুরক্ষা আধিকারিককে কিছু না করে, উল্টে তাঁর চাকরিই খেয়ে নেয়। বরখাস্ত করা হয় তাঁকে। তবে তাঁর শাড়ি টানার ছবি হোটেলের সিসিটিভি-তে ধরা পড়েছিল। আপাতত সেই ছবিই ওই মহিলার জন্য নিজের লড়াই অব্যাহত রাখার একমাত্র হাতিয়ার। তাঁর সঙ্গে হওয়া অশালীন আচরণের কথা জানিয়ে পুলিশে অভিযোগও দায়ের করেন তিনি। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। যদিও পুলিশের দাবি ওই মহিলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।