জল, খাবার সঙ্গে এনে একটি দোকানের সামনে ধর্নায় বসলেন খোদ ব্যাঙ্ক ম্যানেজার
ব্যাঙ্ক ম্যানেজারের দায়িত্ব এবং পদের ভার সকলের জানা। সেই ব্যাঙ্ক ম্যানেজার জল, খাবার সঙ্গে নিয়ে ধর্নায় বসলেন একটি দোকানের সামনে।
একটি ব্যাঙ্কের শাখার দায়িত্ব বর্তায় ব্যাঙ্ক ম্যানেজারের ওপর। গুরুদায়িত্ব মাথায় নিয়ে কাজ করতে হয় তাঁদের। কিন্তু দায়ও যে কতটা তা একটি ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
ঘটনার সূত্রপাত ২ বছর আগে। এক হার্ডওয়ার ব্যবসায়ী তাঁর ব্যবসার প্রসারের জন্য ব্যাঙ্ক থেকে দেড় কোটি টাকা ঋণ নিয়েছিলেন। যা একটা সময় পর থেকে শোধ দেওয়ার কথা। এর নির্ধারিত ব্যাঙ্কের নিয়ম রয়েছে।
কিন্তু সে সময় পার করে গেলেও ওই ব্যবসায়ী ঋণ শোধ করছিলেন না। তাঁকে বার বার ঋণ শোধের জন্য চিঠি পাঠায় ব্যাঙ্ক। কিন্তু তিনি গুরুত্বই দিচ্ছিলেন না।
এভাবে দীর্ঘদিন দেখার পর অবশেষে ওই টাকা ফেরত পেতে খোদ ব্যাঙ্ক ম্যানেজার ওই হার্ডওয়্যার দোকানের সামনে ধর্নায় বসেন গত শুক্রবার। সকালে ব্যাঙ্কে না গিয়ে তিনি বেলা ১১টা নাগাদ ওই দোকানের সামনে হাজির হন। তারপর দোকানের সামনের ধাপিতে বসে পড়েন। সঙ্গে এনেছিলেন পানীয় জলের বোতল ও খাবার।
ব্যাঙ্ক ম্যানেজার খোদ ব্যাঙ্কের প্রাপ্য আদায়ের জন্য এভাবে ধর্নায় বসেছেন। খবরটা ছড়াতে সময় নেয়নি। বেগতিক বুঝে ওই ব্যবসায়ী ১০ লক্ষ টাকা মেটানোর কথা জানান।
কিন্তু ম্যানেজার জানিয়ে দেন তাঁর আসল ও সুদ মিলিয়ে ব্যাঙ্কের প্রাপ্য ১ কোটি ৭৫ লক্ষ টাকা। তাও এতদিন হয়ে গেছে। ১০ লক্ষ টাকার বিনিময়ে তিনি ধর্না থেকে উঠছেন না।
ঘটনার কথা জানতে পেরে পুলিশও হাজির হয়। তামিলনাড়ুর তিরুপাত্তুর জেলার বিষমঙ্গলম গ্রামের ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখার ম্যানেজারকে অনেক করে ধর্না প্রত্যাহারের অনুরোধ জানান পুলিশ আধিকারিকরা।
অবশেষে সন্ধেয় পুলিশ ওই ব্যবসায়ীকে দ্রুত ব্যাঙ্কের প্রাপ্য অর্থ মেটানোর জন্য চাপ দেওয়ার পর ধর্না প্রত্যাহার করে নেন ম্যানেজার এস হেমন্ত কুমার।