National

মকরসংক্রান্তির দিন নিষিদ্ধ খেলায় হাত বদল হয়ে গেল কয়েক কোটি টাকা

আইনত নিষিদ্ধ। কিন্তু কে কার কথা শোনে! প্রকাশ্য দিবালোকে একরাশ মানুষের সামনেই এক নিষিদ্ধ খেলাও হল। হাত বদলও হয়ে গেল কোটি কোটি টাকা।

২০১৮ সালেই এই খেলায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু সে নিষেধাজ্ঞাকে কার্যত উড়িয়ে দিয়ে একই রকম জাঁকজমক করে মকরসংক্রান্তির প্রাক্কালে অনুষ্ঠিত হল এই মারণ খেলা। যা একটা জায়গা বলে নয়, গ্রামে, শহরে সর্বত্র খেলা হল। অনেক জায়গায় তো উদ্যোক্তারা জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সেই খেলা দেখার সুযোগ করে দিলেন অনেককে।

এদিকে খেলার আসল আকর্ষণ খেলাকে কেন্দ্র করে বাজি ধরা। অনেকেই এই খেলায় ২ প্রতিদ্বন্দ্বীর একজনের ওপর বাজি ধরেন। সে বাজির অঙ্ক সাকুল্যে ছাড়িয়ে যায় কোটি কোটি টাকা। খেলায় হার জিতের ওপর হাত বদল হয়ে যায় কোটি কোটি টাকা।


খেলাটি নিষিদ্ধ ঘোষণার পরও এখনও রমরমিয়ে তা সকলের সামনেই অনুষ্ঠিত হয়। পুলিশও সব দেখে অনেক জায়গায় চুপ থাকে বলে অভিযোগ।

অনেকের দাবি, নিষিদ্ধ ঘোষণা হলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে ও তাঁদের পূর্ণ সমর্থনে এই খেলা আজও সর্বত্র হয়ে চলেছে। খেলাটা মুরগির লড়াই।


মধ্যযুগীয় বাংলায় এর প্রচলন ছিল। বাবু সমাজে মুরগির লড়াই ছিল সম্মানের লড়াই। সেই খেলা এখন অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, গুন্টুর এবং কৃষ্ণা জেলায় চুটিয়ে খেলা হয়।

মকরসংক্রান্তিকে সামনে রেখে এই মুরগির লড়াইয়ের আয়োজন হয় নানা প্রান্তে। যা কিন্তু ২০১৮ সালেই নিষিদ্ধ হয়েছে সেখানে।

এই খেলায় ২টি মোরগের পায়ে একটি করে ধারাল ছুরি লাগানো থাকে। তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। চারধারে দাঁড়িয়ে মানুষ আনন্দ উপভোগ করেন। কিন্তু এই খেলায় প্রায়শই একটি মোরগের মৃত্যু দিয়ে খেলা শেষ হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button