বিমান সংস্থায় ফোন করতেই গায়েব দেড় লক্ষ টাকা
যে বিমানে তাঁর ফেরার কথা ছিল সেটি বাতিল হওয়ায় এক ব্যক্তি ফোন করেন বিমান সংস্থায়। তারপরই তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় দেড় লক্ষ টাকা।
তাঁর মুম্বই থেকে ফেরার টিকিট আগেই কাটা ছিল। ৯ জানুয়ারির টিকিট কাটা ছিল। কিন্তু পরে তিনি জানতে পারেন যে যে বিমানে তাঁর ফেরার কথা সেটি বাতিল হয়েছে। বিষয়টি সম্বন্ধে বিস্তারিত জানার জন্য তিনি ওই বিমান সংস্থার কাস্টমার কেয়ার নম্বরে ফোন করেন।
কাস্টমার কেয়ার নম্বরটি তাঁর কাছে ছিলনা। তিনি সার্চ ইঞ্জিনে খোঁজ করে সেখান থেকে নম্বরটি পান। ইন্টারনেট থেকে নম্বরটি পাওয়ার পর তিনি সেই নম্বরে ফোন করে বিমান বাতিল নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
অভিযোগ, ফোনটি করার পর তাঁর কথা শুনে তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে পরামর্শ দেয় ফোনে থাকা উল্টোপারের ব্যক্তি। তাঁকে এনিডেস্ক নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তিনি কথামত কাজ করেন।
এরপর তাঁকে ফোনেই করা কয়েকটি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হয়। সেই উত্তর দেওয়ার পরই কিছুক্ষণের অপেক্ষা। তারপরই লখনউ শহরের বাসিন্দা অমিত গুপ্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৪৯ হাজার টাকা গায়েব হয়ে যায়।
বিষয়টি অবশ্য নতুন নয়। বরং গত ৩ মাসে এই নিয়ে বিমান সংস্থার অফিসে ফোন করে ১০ জন ব্যক্তির টাকা গায়েব হয়ে গেল। প্রতারণার শিকার হলেন তাঁরা।
এই ভুয়ো নম্বর আসলে এই জালিয়াতির জন্য ব্যবহার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।