বোরখা পরিহিতা মহিলার পিঠে বিশেষ ব্যাগ, প্রশংসায় পঞ্চমুখ সকলে
এক মহিলার পরনে বোরখা। বোঝাই যাচ্ছে তিনি মুসলিম। পিঠে রয়েছে একটি বিশেষ ব্যাগ। সেই ব্যাগই আসলে মহিলার প্রশংসা পাওয়ার কারণ হয়ে উঠল।
এক মহিলার প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া। ওই মহিলার পরনে বোরখা। পিঠে একটি ব্যাগ। হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। ওই মহিলার ছবি তোলেন জনৈক। তাও পিছন থেকে। তারপর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন।
মহিলার পিঠে যে ব্যাগটি সেই ব্যাগটিতেই লুকিয়ে আছে মূল বিষয়টি। কারণ বোরখা পরিহিতা অনেক মহিলাকেই তো রাস্তায় দেখতে পাওয়া যায়। এর মধ্যে বিশেষ কিছু নেই।
বিশেষ হল ব্যাগটি। যেটি একটি খাবার বাড়িতে পৌঁছে দেওয়া সংস্থা সুইগি-র। কারণ কালো ব্যাগে কমলা রং দিয়ে সুইগির লোগো দেখে এখন অনেকেই বুঝে যান যাঁর সঙ্গে ব্যাগটি রয়েছে তিনি সুইগির ডেলিভারি পার্সন। এক্ষেত্রে ওই বোরখা পরিহিতা মহিলার পিঠে ছিল সুইগির ব্যাগ।
রিজওয়ানা নামে ওই মহিলা পরে জানান, শুধু সুইগির ডেলিভারি ওম্যান হিসাবে কাজ করাই নয়, তিনি দোকানে দোকানে ঘুরে ডিসপোজেবল কাপও বিক্রি করেন।
এভাবে নানা কাজ করে মাসে ৫ থেকে ৬ হাজার টাকা তিনি রোজগার করেন। যা তাঁর বাড়িতে প্রতিদিন উনুন জ্বালায়, রান্না হয়। এভাবে পরিবারের মুখে খাবার তুলে দেন রিজওয়ানা।
নিজের জীবিকা নির্বাহের জন্য কারও মুখাপেক্ষী নন, সুইগির হয়ে খাবার ডেলিভারি করে তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। নিজে রোজগার করছেন। এটা ইন্টারনেট জুড়ে তারিফ কুড়িয়েছে।
নিজের ধর্মীয় রীতিনীতি বজায় রেখে একজন মুসলিম মহিলার এই লড়াই সকলের প্রশংসা পেয়েছে। ছবিটি পিছন থেকে তুললেও এক নারীর এগিয়ে চলার কাহিনিই একটি ফ্রেমে বন্দি করেছেন ফোটো যিনি তুলেছেন তিনি। এটা এই সমাজের জন্য একটা বড় পাওয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা