এক মাসের জন্য ফিরল মাস্ক, সামাজিক দূরত্ববিধি, স্যানিটাইজার
ফের ফিরে এল সেই না দুঃস্বপ্নের দিনগুলোর স্মৃতি। ফিরে এল মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ববিধি মেনে চলার নিয়ম। আরোপ হল করোনা বিধিনিষেধ।
যে কোনও সাধারণ স্থানে রাজ্যের সকলকে মাস্ক পরে থাকতে হবে। মাস্ক ছাড়া রাস্তায় বার হওয়া যাবেনা। সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
এছাড়া দোকান থেকে শুরু করে যে কোনও জায়গায় স্যানিটাইজার রাখার নিয়ম নতুন করে ফিরে এল। সামাজিক দূরত্ববিধি মেনে চলা হচ্ছে কিনা সেদিকে নজর রাখবে প্রশাসন।
আপাতত ১ মাসের জন্য এই কঠোর করোনাবিধি আরোপ করা হয়েছে। আগামী দিনে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার।
দেশের দক্ষিণ প্রান্তের রাজ্য কেরালায় এই বিধিনিষেধ আরোপ করেছে সে রাজ্যের সরকার। করোনা যাতে না ছড়াতে পারে সেজন্য এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কেরালা সরকার অবশ্য সে রাজ্যের করোনা পরিস্থিতির বর্তমান চিত্র তুলে ধরেনি। সেই হিসাবও পরিস্কার নয়। তবে করোনা যাতে না ছড়াতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে চাইছে সরকার। আর সেজন্যই ফের সে রাজ্যে সোমবার থেকে ফিরল করোনার সেই দুঃস্বপ্নের দিনগুলোর স্মৃতি।
কেরালা যখন এই পদক্ষেপ গ্রহণ করেছে তখন অনেক রাজ্যসরকারই এই পথে হাঁটতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর তা যদি দেশে এক এক করে বিভিন্ন রাজ্যে শুরু হয় তাহলে কিন্তু দেশজুড়েই ফের এক অচলাবস্থা ফিরতে পারে।
চিন, জাপান বর্তমানে করোনার নতুন ঢেউতে কাবু। পরিস্থিতির খুব ধীরে উন্নতি হচ্ছে। ওমিক্রনের একটি নতুন প্রকার এই পরিস্থিতির জন্য দায়ী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা