মোবাইল নয়, আস্ত মোবাইলের টাওয়ার নিয়ে চম্পট দিল চোর
মোবাইল চুরি হওয়ার কথা অনেকেই শুনেছেন। অনেকের জীবনেও মোবাইল চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু মোবাইল টাওয়ার চুরির কথা কেউ শুনেছেন কি?
মোবাইল সংযোগকে নিরবচ্ছিন্ন করতে মোবাইল টাওয়ার আবশ্যিক। প্রতিটি মোবাইল সংযোগ প্রদানকারী সংস্থারই নিজস্ব মোবাইল টাওয়ার থাকে। আবার অনেক জায়গায় তারা পরিষেবা ঠিক রাখতে মোবাইল টাওয়ার ভাড়াও নেয়।
নানা সংস্থা রয়েছে যারা মোবাইল টাওয়ার ভাড়া দেয়। যার মধ্যে একটি জিটিএল প্রাইভেট লিমিটেড। একসময় এয়ারসেল থাকাকালীন তাদের একটি টাওয়ার সংস্থা বন্ধ হয়ে যাওয়ার পর জিটিএল এয়ারসেলের কাছ থেকে কিনে নেয়। টাওয়ারটি ১টি বাড়ির ওপর বসানো ছিল।
সেই টাওয়ার পরিদর্শনে আসেন জিটিএল সংস্থার কর্মীরা। তাঁরা এসে দেখেন টাওয়ারটি ওই বাড়ির ছাদে আর নেই। কোথায় গেল টাওয়ার? বাড়ির মালিককে প্রশ্ন করেন তাঁরা।
বাড়ির মালিক জানান, মাস ৪ আগে বেশ কয়েকজন এসেছিল জিটিএল সংস্থা থেকে। তারা টাওয়ারটি খুলে নেয়। জানায়, টাওয়ারটিতে অনেক প্রযুক্তিগত ত্রুটি তৈরি হয়েছে। তাই সেটির বদলে নতুন টাওয়ার লাগিয়ে দেবে তারা।
একথা জানিয়ে টাওয়ারটি খুলে একটি ট্রাকে ভরে তারা চলে যায়। কিন্তু জিটিএল জানাচ্ছে তাদের কোনও দল সে সময় আসেওনি। আর টাওয়ার বদল করার কোনও পরিকল্পনাও তাদের ছিলনা।
বুঝতে বাকি থাকেনা কি হয়েছে। দ্রুত পুলিশে খবর দেন জিটিএল কর্তারা। কিন্তু পুলিশও তদন্তে নেমে কুল পাচ্ছেনা। কারণ ৪ মাস আগের কোনও ফুটেজই আর কোথাও নেই। ফলে আশপাশ থেকে ফুটেজ সংগ্রহ করেও লাভ নেই। ঘটনাটি ঘটেছে পাটনার সবজি বাগ এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা