বলছেন পরীক্ষা দিতে যাচ্ছেন, কিন্তু ব্যাগে মিলল বিয়ের পোশাক
সাইকেলে যে তরুণী এসে স্থানীয় দোকানদারদের সাহায্য চাইলেন তাঁর দাবি ছিল তিনি একটি পরীক্ষা দিতে যাচ্ছেন। কিন্তু তাঁর ব্যাগে মিলল বিয়ের পোশাক।
কাঁধে ঝুলছে একটা ব্যাগ। সাইকেলে চড়ে তিনি হাজির হন স্থানীয় দোকানদারদের কাছে। জানান তিনি পরীক্ষা দিতে যাচ্ছেন। কিন্তু তাঁর মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তাই কোনও দোকানদার যদি তাঁকে চার্জটা করে নিতে সাহায্য করেন তো উপকার হয়।
প্রাথমিকভাবে দোকানদাররা মোবাইল চার্জ করতে দিতে সংকোচ বোধ করেননি। কিন্তু বছর ২৪-এর ওই তরুণীর সঙ্গে কথা বলতে গিয়ে তাঁদের একটা খটকা লাগে।
তখন মহিলাদের দিয়ে দোকানদাররা ওই তরুণীর ব্যাগ পরীক্ষা করান। ব্যাগের চেন খুলতেই দেখা যায় তার মধ্যে রয়েছে বিয়ের পোশাক এবং কিছু গয়না।
ব্যাগে বিয়ের পোশাক আর গয়না নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে! দোকানদাররা দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ হাজির হয়ে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
তরুণী প্রথমে জানান তিনি প্রয়াগরাজে একটা পরীক্ষা দিতে যাচ্ছেন। কিন্তু পুলিশ তাতে বিশ্বাস না করে আরও নানা প্রশ্ন করতে শুরু করে। এতেই এক সময় সত্যিটা বলে ফেলেন উত্তরপ্রদেশের বালিয়ার ওই তরুণী।
তিনি স্বীকার করেন যে বেশ কিছুদিন আগেই তাঁর সঙ্গে ফেসবুকে এক তরুণের আলাপ হয়। ওই তরুণ গুজরাটের সুরাটের বাসিন্দা। তরুণী তাঁকে পছন্দ করতে শুরু করেন।
ওই তরুণকে বালিয়ায় আসতেও বলেন। কিন্তু ওই তরুণ বালিয়া আসতে পারেননি তাঁর অফিসের কারণে। ফলে ওই তরুণীই স্থির করেন তিনিই সুরাটে ওই তরুণের সঙ্গে দেখা করতে যাবেন। সেখানে তাঁরা বিয়েও করবেন।
সেই ভাবনা থেকেই তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন সুরাট যাওয়ার জন্য। কিন্তু বাড়ি থেকে বিশেষ দূরে যেতে পারেননি তিনি। তার আগেই মোবাইলের চার্জ চলে যায়। পুলিশ ওই তরুণীর পরিবারের লোকজনকে খবর দিয়ে তাঁকে পরিবারের হাতে তুলে দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা