হারিয়ে গেলেন মহিলা পুলিশ, খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারল অন্য কাহিনি
থানার এক মহিলা পুলিশকর্মী বেপাত্তা। তাই পুলিশকর্মীরা বিশেষ দল তৈরি করে খোঁজ শুরু করেন। খুঁজতে গিয়ে অন্য কাহিনি জানতে পারেন তাঁরা।
২ বোনই পুলিশে কর্মরত। থানার কনস্টেবল এক বোন গত ১৬ জানুয়ারি ১ সপ্তাহের ছুটি নিয়ে থানা থেকে বার হন। কিন্তু তিনি বাড়ি ফেরেননি।
বাড়ি না ফেরায় অন্য থানায় কর্মরত দিদি বোনের থানায় খোঁজ নেন। জানতে পারেন তিনি সঠিক সময়ে থানা থেকে বার হয়েছিলেন। কিন্তু বাড়ি তো ফেরেননি।
তাহলে গেলেন কোথায়! পুলিশকর্মী বেপাত্তা! ফলে নড়েচড়ে বসে পুলিশ বিভাগ। একটি বিশেষ দল গঠন করা হয় ওই তরুণীকে খোঁজার জন্য।
এই দলটি খোঁজ করতে গিয়ে অবশেষে ১৯ জানুয়ারি, অর্থাৎ হারিয়ে যাওয়ার ৪ দিনের মাথায় মহারাষ্ট্রগামী একটি বাসে এক পুরুষ সঙ্গীর সঙ্গে ওই মহিলা কনস্টেবল মনিবেন চৌধুরির খোঁজ পায়।
জানা যায় ওই তরুণী কার্যত তাঁর প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালাচ্ছিলেন। সাদ্দাম গারাসিয়া নামে ওই পুরুষ সঙ্গী সহ ২ জনকে নামিয়ে আনা হয় বাস থেকে।
জানা যায় গুজরাটের ভদোদরার বাসিন্দা মনিবেন চৌধুরি নামে ওই তরুণী সোমবার থেকে ওই পুরুষ সঙ্গীর সঙ্গেই ছিলেন। তাঁরা মহারাষ্ট্রে যাচ্ছিলেন।
পুলিশ অবশ্য এই ঘটনায় কেবল ১টি নিখোঁজ ডায়েরি করে ছেড়ে দিয়েছে। তবে মনিবেনকে দাভোই থানা থেকে দেসার থানায় বদলি করে দেওয়া হয়েছে। এই ঘটনাটিকে লাভ জিহাদের তকমা দেওয়ার চেষ্টা হলেও তা উড়িয়ে দিয়েছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা