ফ্লাইওভার থেকে টানা টাকার বৃষ্টি, উড়ে আসা নোট ধরতে হুড়োহুড়ি
টাকার বৃষ্টি কথাটা প্রায় সকলেই শুনেছেন। কিন্তু দেখেছেন কি? এবার দেখাও হয়ে গেল। ফ্লাইওভারের ২ ধার থেকে ঝরে পড়ল টাকার বৃষ্টি।
টাকার বৃষ্টি শুনতে ভাল লাগে। সকলেই স্বপ্ন দেখেন এমনটা যদি সত্যি হত! তাহলে কতই না ভাল হত! কিন্তু বাস্তবে তো টাকার বৃষ্টি হতে পারেনা। আবার হয়তো হতেও পারে। কারণ তার জলজ্যান্ত প্রমাণ দেখলেন সকলে। তাও প্রকাশ্য দিবালোকে। জনবহুল এলাকায়।
নিচ দিয়ে রাস্তা চলে গেছে ওপর দিয়ে ফ্লাইওভার। সেখান দিয়েও যান চলাচল করছে। এমন দৃশ্য এখন কলকাতা সহ দেশের যে কোনও শহরেই দেখতে পাওয়া যায়।
এমনই একটি ফ্লাইওভার থেকে মেঘ না চাইতেই জলের মত আচমকা ঝরে পড়তে শুরু করে টাকা। সবই ১০ টাকার নোট। ফ্লাইওভারের ২ ধার থেকেই টাকা ঝরে পড়তে থাকে। উড়ে এসে পড়তে থাকে পথচলতি মানুষজনের গায়ে।
প্রাথমিকভাবে সকলেই হতবাক হয়ে যান। তারপর যখন বোঝেন যে টাকার বৃষ্টি হচ্ছে তখন হুড়োহুড়ি পড়ে যায়। কে কত ১০ টাকার নোট নিয়ে কুড়িয়ে নিয়ে বা ক্যাচ লুফে নিতে পারেন তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যার জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এমনকি কর্তব্যরত ট্রাফিক পুলিশও বুঝে উঠতে পারেননি পরিস্থিতি নিয়ন্ত্রণে কি করবেন।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরের কালাসিপালায়া এলাকার মাইসুরু রোড ফ্লাইওভারের ওপর থেকে। এলাকাটা এমনিতেই জনবহুল। টাকার বর্ষণে সেখানটা কার্যত মানুষের ভিড়ে ভরে যায়।
পুলিশ এটা জানার চেষ্টা করছে ফ্লাইওভারের ২ দিক থেকে এভাবে ১০ টাকার নোটের বর্ষণ হল কীভাবে? বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা