National

গল্পের বইটা পড়ার জন্য নয়, অন্য কারণে হাতে রেখেছিলেন বিমান যাত্রী

বিমান যাত্রার একঘেয়েমি কাটাতে অনেকেই গল্পের বই নিয়ে যান। হাতে গল্পের বই থাকা এমনই এক যাত্রী কিন্তু বই নিয়ে যাচ্ছিলেন পড়ার জন্য নয়।

বিমান যাত্রীর হাতে গল্পের বই। এটা সকলেই প্রায় দেখে অভ্যস্ত। বিমান যাত্রার সময় ঠায় বসে থাকার ক্লান্তি থেকে মুক্তি পেতে অনেকেই গল্পের বই পড়তে পড়তে গন্তব্যে পৌঁছে যান।

তেমনই এক যাত্রী একটি গল্পের বই হাতে নিয়ে যাচ্ছিলেন। সঙ্গে ছিল কিছু লাগেজ। কাস্টমস বিভাগের আধিকারিকরা ছিলেন তাঁরই অপেক্ষায়। কারণ তাঁদের কাছে আগেই গোপন সূত্রে কিছু খবর এসে পৌঁছেছিল।


ওই ব্যক্তিকে দেখতে পেয়ে কাস্টমস আধিকারিকরা তাঁর জিনিসপত্র পরীক্ষা করে দেখেন। সেখানে কিছুই পাওয়া যায়নি। এরপর তাঁর হাতে থাকা গল্পের বইটির দিকে নজর যায় তাঁদের।

ওই যাত্রীর কাছে বইটি দেখতে চান তাঁরা। বাধ্য হয়েই হাতে থাকা বইটি আধিকারিকদের হাতে তুলে দিতে হয় তাঁকে। এরপর বইটি পরীক্ষা করতে গিয়েই চক্ষু চড়কগাছ।


দেখা যায় গল্পের বইটির পাতায় পাতায় লেপ্টে আছে মার্কিন ডলার। হিসাব করে দেখা যায় বইটির পাতার খাঁজে খাঁজে মোট ৯০ হাজার মার্কিন ডলার রয়েছে।

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় ওই ব্যক্তিকে। পরে তাঁকে কাস্টমস আইনে গ্রেফতারও করা হয়।

৯০ হাজার ডলার নিয়ে ভারতে প্রবেশ করার জন্য যে প্রয়োজনীয় নথি লাগে তা তাঁর কাছে ছিলনা। যে ডলার তিনি বইয়ের পাতার খাঁজে রেখেছিলেন তা ভারতীয় মুদ্রায় ৮১ লক্ষ টাকা। ওই ব্যক্তির ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button