বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা ওড়েনি, স্পষ্ট করল প্রশাসন
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনেকেই বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই প্রজাতন্ত্র দিবসে বিহারের ১টি বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা ওড়ার দাবি সঠিক নয়। স্পষ্ট জানিয়ে দিল প্রশাসন।
৭৪ তম প্রজাতন্ত্র দিবস দেশজুড়েই মহাসমারোহে পালিত হয়। বিভিন্ন সরকারি অনুষ্ঠান সকাল থেকেই চলেছে। দিল্লি থেকে কলকাতা, সর্বত্র কুচকাওয়াজও হয়। সরকারি ক্ষেত্র ছাড়াও স্কুল, কলেজ, ক্লাব, পাড়া সর্বত্র পতাকা উত্তোলন হয়।
অনেক পরিবারও বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করে। তেমনই বিহারের ১টি পরিবারের বাড়ির ছাদে দেশের তিরঙ্গা নয়, পাকিস্তানের পতাকা উড়ছে বলে গুজব ছড়ায়।
সংবাদ সংস্থা আইএএনএস জানায়, জেলা প্রশাসনের কানে খবরটা পৌঁছতেই পুলিশ দ্রুত সেখানে হাজির হয়। বিহারের পূর্ণিয়া জেলার সিপাহি টোলা গ্রামের ওই বাড়ির ছাদে কোন পতাকা উড়ছে তা খতিয়ে দেখেন পুলিশের আধিকারিকরা।
প্রশাসনিক আধিকারিকরা সেখানে হাজির হলে তাঁরা জানতে পারেন বাড়িটি জনৈক মহম্মদ মুবারুকুদ্দিন নামে এক ব্যক্তির। ওই পরিবারের এক সদস্য রেহানা পরভিন প্রশাসনিক কর্তাদের কাছে দাবি করেন, প্রজাতন্ত্র দিবসের দিন খুব ভোরে এক ব্যক্তি তাঁদের বাড়িতে হাজির হন। তারপর ছাদে গিয়ে ১টি পতাকা লাগিয়ে দেন। ওই পতাকা সম্বন্ধে তাঁদের কিছু জানা নেই।
এদিকে পূর্ণিয়ার ডিএসপি সদর সুরেন্দ্র কুমার সরোজ স্পষ্ট করে দেন পাকিস্তানের পতাকা বলে যে খবর ছড়িয়েছিল তা একেবারেই সত্য নয়। বিষয়টি খতিয়ে দেখে স্থানীয় প্রশাসনের তরফে পুরো বিষয়টি পরিস্কারও করে দেওয়া হয়।
সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, পূর্ণিয়ার ডিএসপি সদর সুরেন্দ্র কুমার সরোজ পুরো বিষয়টি খতিয়ে দেখে জানিয়ে দিয়েছেন যে ওটা একেবারেই পাকিস্তানের পতাকা ছিলনা। সেটি ১টি ধর্মীয় পতাকা ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা