তারই ২ মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-কে দোষী সাব্যস্ত করল আদালত। হরিয়ানার পাঁচকুলায় সিবিআই আদালতে এদিন নিশ্ছিদ্র নিরাপত্তায় ডেরা সচ্চা সৌদার প্রধানকে দোষী সাব্যস্ত করেন বিচারক। তবে এদিন রাম রহিমের সাজা ঘোষণা হয়নি। সাজা ঘোষিত হবে আগামী ২৮ অগাস্ট। এদিকে রাম রহিমের বিচারকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তপ্ত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। বাবা রাম রহিমের হাজার হাজার ভক্ত এদিন বাবার মুক্তি চেয়ে বিভিন্ন জায়গায় জমায়েত শুরু করেন। সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ ভক্ত রাস্তায় নামেন। ফলে আইনশৃঙ্খলা নিয়ে কোনও ঝুঁকি নেয়নি পুলিশ প্রশাসন। মোতায়েন ছিল প্রচুর পুলিশ। আদালতের আশপাশে ২০০ মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ছিল ১৪৪ ধারা। এছাড়া হরিয়ানার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও ১৪৪ ধারা জারি করা হয়। ভক্তদের বাড়ি ফিরে যেতেও অনুরোধ করে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতির কথা মাথায় রেখে এদিন দুই রাজ্যের সব স্কুল, কলেজে ছুটি ঘোষণা করা হয়। প্রস্তুত রাখা হয়েছিল সেনাকেও।
এদিন রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর অবস্থা আরও ঘোরাল হতে পারে বলে মনে করে আদালত চত্বরে সেনা মোতায়েন করা হয়। সেনার গাড়িতেই রাম রহিমকে আদালত থেকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে খবর। তবে কোথায় তাকে রাখা হয়েছে তা পরিস্কার নয়। রাতে বা কাল কোনও এক সময়ে তাকে আম্বালা জেলে নিয়ে যাওয়া হবে। যেটুকু খবর তাতে আপাতত রাম রহিমকে সেনার হেফাজতে রাখা হবে।