বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা ছিলনা, জানিয়ে দিল প্রশাসন
বিহারে একটি বাড়ির ছাদে প্রজাতন্ত্র দিবসের দিন পাকিস্তানের পতাকা ওড়ার কথা সত্য নয়। স্পষ্ট করে দিল প্রশাসন। সেটি একটি ধর্মীয় পতাকা ছিল।
বিহারের পূর্ণিয়া জেলার সিপাহি টোলা গ্রামে প্রজাতন্ত্র দিবসের দিন একটি পতাকা ওড়া নিয়ে প্রশ্ন ওঠে। ওই গ্রামের এক বাসিন্দার বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা উড়ছে বলে খবর ছড়ায়। যা খতিয়ে দেখতে সেখানে পৌঁছয় পুলিশ।
পূর্ণিয়ার ডিএসপি সদর সুরেন্দ্র কুমার সরোজ জানিয়েছেন, ওইদিন খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে একটি সবুজ পতাকা উড়তে দেখা যায়। পরে দেখা যায় সেটি পাকিস্তানের পতাকা নয়, একটি ধর্মীয় পতাকা।
পাকিস্তানের পতাকা বলে যে খবর ছড়িয়েছিল তা যে একেবারেই সত্য নয়, তাও পূর্ণিয়ার ডিএসপি সদর সুরেন্দ্র কুমার সরোজ স্পষ্ট করে দেন। বিষয়টি খতিয়ে দেখে স্থানীয় প্রশাসনের তরফে পুরো বিষয়টি পরিস্কার করে দেওয়া হয়েছে।
পূর্ণিয়ার ডিএসপি সদর সুরেন্দ্র কুমার সরোজ এরপর পুরো বিষয়টি খতিয়ে দেখে জানিয়ে দিয়েছেন যে ওটা পাকিস্তানের পতাকা ছিলনা। একটি ধর্মীয় পতাকা ছিল।
খবরটি সামনে আসার পর এ নিয়ে প্রশ্ন ওঠে। প্রজাতন্ত্র দিবসের দিন সংবাদ সংস্থা আইএএনএস জানায়, প্রশাসনের তরফে জানানো হয় যে পাকিস্তানি পতাকাটি নামিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
তবে এখন পূর্ণিয়ার ডিএসপি সদর সুরেন্দ্র কুমার সরোজ পুরো বিষয়টি পরিস্কার করে দিয়েছেন। ফলে পাকিস্তানি পতাকা তত্ত্বটি আর খাটছে না। পূর্ণিয়ার ডিএসপি সদর এটাও পরিস্কার করেছেন যে ওটা ধর্মীয় পতাকা ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা