হাতে থাকবে বালা, আর হারিয়ে যাবেননা বৃদ্ধ বৃদ্ধারা
মনে নাও পড়তে পারে তিনি কোথায় থাকতেন। মনে নাও পড়তে পারে কারও ফোন নম্বর। তাতেও বৃদ্ধ বৃদ্ধাদের হারিয়ে যাওয়া আর সহজ হবেনা।
বয়স হলে অনেক বৃদ্ধ বৃদ্ধা মনে রাখার ক্ষমতা হরাতে থাকেন। কমে আসে স্মৃতিশক্তির জোর। তাই ওই বয়সে কোনও কারণে রাস্তায় বেরিয়ে হারিয়ে গেলে তাঁদের খুঁজে পেতে কালঘাম ছুটে যায় আত্মীয় পরিজনদের। অনেক সময় পুলিশেরও দ্বারস্থ হতে হয় তাঁদের।
অন্যদিকে হারিয়ে যাওয়া বৃদ্ধ বৃদ্ধাদের জিজ্ঞেস করলেও তাঁরা সঠিক উত্তর দিতে পারেননা। কোথা থেকে এসেছেন বলতে পারেননা। এমনকি কারও ফোন নম্বরও বলতে পারেননা।
এভাবেই এক বৃদ্ধা সম্প্রতি হারিয়ে যান। যাঁকে খুঁজে পেতে পুলিশকে তাঁর ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে ছড়িয়ে দিতে হয়। সিসিটিভি ফুটেজও পরীক্ষা করতে হয়।
এটা গ্রেটার চেন্নাইয়ের অরুমবক্কম থানার কথা। তবে ওই থানাই এবার এমন এক পথ বার করেছে যে বৃদ্ধ বৃদ্ধাদের হারিয়ে যাওয়া আর সহজ হবেনা।
পুলিশ ইতিমধ্যেই একটি পাইলট প্রকল্পের কাজ সেরে ফেলেছে। তারা ওই থানার এলাকায় বসবাসকারী সব বৃদ্ধ বৃদ্ধাদের নামের একটি তালিকা তৈরি করেছে। তার মধ্যে সেই নামগুলিকে পুলিশ বিশেষ গুরুত্ব দিচ্ছে যাদের হারিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে।
এবার তাঁদের হাতে পরিয়ে দেওয়া হচ্ছে একটি করে বালা। পুলিশই এই বালা দেবে। যা ওই বৃদ্ধ বৃদ্ধাদের পরিয়ে দেওয়া হবে।
বালাটির বিশেষত্ব হল ওই বালার ওপর লেখা থাকবে বৃদ্ধ বা বৃদ্ধার পরিবারের বেশ কয়েকজনের ফোন নম্বর। যাতে আগামী দিনে যদি তিনি হারিয়েও যান তাহলে তাঁর হাতের বালা থেকে ফোন নম্বর নিয়ে আত্মীয়দের কেউ ফোন করে দিত পারবেন।
অথবা যে এলাকায় তাঁকে পাওয়া যাবে সেই এলাকার থানা থেকে ফোন নম্বর দেখে সেখানে ফোন করে দেওয়া সম্ভব হবে। এতে বৃদ্ধ বৃদ্ধাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা কমবে বা তাঁরা হারিয়ে গেলেও খুঁজে পেতে সমস্যা হবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা