শূকরদের গ্রেফতার করার আবেদন জানিয়ে পুর কমিশনারের চিঠি নিয়ে হাসির রোল
শহরের রাস্তায় শূকরগুলি জ্বালাতন করেই চলেছে। তাই অবিলম্বে তাদের পাকড়াও করার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিলেন পুরপ্রধান। যা নিয়ে হাসির রোল উঠেছে।
পথে পথে ঘুরে বেড়াচ্ছে শূকররা। পুরসভার ৭০টি ওয়ার্ডের প্রতিটিতেই তারা জ্বালাতন করছে। সাধারণ মানুষের জন্য সমস্যার সৃষ্টি করছে। যেখানে সেখানে ঢুকে পড়ছে।
এই রাস্তায় ঘোরা শূকরদের নিয়ে সাধারণ মানুষের থেকে অভিযোগ আসছিলই। তাই এর দ্রুত সুরাহা করতে পুলিশ সুপারকে একটি চিঠি লেখেন মিউনিসিপাল কাউন্সিল কমিশনার দুর্গা কুমারী।
সেই চিঠিতে তিনি পুলিশকে দ্রুত এইসব শূকরদের গ্রেফতার করার আবেদন জানান। তিনি লেখেন পুলিশ সুপার যেন পুলিশ দিয়ে এইসব শূকরদের পাকড়াও করার ব্যবস্থা করেন। যা পুলিশ সুপারের কাছে আসার পর রীতিমত হাসির রোল ওঠে।
শূকরদের পাকড়াও করতে পুলিশের কাছে আবেদন জানানোটা যে তাঁকে নিয়ে হাসাহাসির কারণ হচ্ছে তা জানতে বাকি থাকেনা রাজস্থানের বস্ত্র শহর নামে পরিচিত ভিলওয়ারা-র মিউনিসিপাল কাউন্সিল কমিশনার দুর্গা কুমারীর।
তিনি বিষয়টি জানার পর দ্রুত দ্বিতীয় একটি চিঠি লেখেন পুলিশ সুপারের কাছে। সেই চিঠিতে তিনি জানান, রাস্তায় ঘুরে বেড়ানো শূকরদের ধরতে এক নতুন ঠিকাদারকে বরাত দেওয়া হয়েছে। সেই ঠিকাদার ওই শহরের নন।
ফলে পুরনো ঠিকাদারের সঙ্গে তাঁর একটা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই পুর এলাকায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন দুর্গা কুমারী।
দ্বিতীয় চিঠি ঠিকঠাক হলেও প্রথম চিঠিটি ততক্ষণে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ফলে তা নিয়ে হাসাহাসি বন্ধ করা আর যায়নি। বরং নানা কমেন্ট আসতে থাকে ওই চিঠি নিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা