পোশাকহীন দেহে রাতে বাড়ি বাড়ি ডোরবেল বাজানো মহিলার বিষয়ে জানাল পুলিশ
পোশাকহীন দেহে এক মহিলা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। বাড়ি বাড়ি গিয়ে কলিং বেল বাজাচ্ছেন। সেই ছবি ক্যামেরাবন্দি হয় সিসিটিভি ক্যামেরায়। তদন্তে নামে পুলিশ।
মধ্যরাতে শীতের ঠান্ডা নেহাত কম নয়। তার মধ্যেই সুনসান রাস্তায় এক মহিলা ঘুরে বেড়াচ্ছেন। যাঁর দেহে এক টুকরোও সুতো নেই। সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় তিনি ঘুরে বেড়াচ্ছিলেন রাস্তায়।
আশপাশে যে বাড়ি সামনে পড়ছিল সেখানে ডোরবেলও বাজাচ্ছিলেন। কে ওই রহস্যময়ী নারী? রাতের নিঝুম রাস্তায় সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় তিনি ঘুরছেনই বা কেন? বিষয়টি নিয়ে রীতিমত হইচই শুরু হয়।
ওই মহিলার পোশাকহীন দেহে রাস্তায় ঘুরে বেড়ানো বা ডোরবেল বাজানোর ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়ায়। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের রামপুরে। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগও দায়ের করেন স্থানীয় কয়েকজন। বিষয়টি জানার পর পুলিশ দ্রুত তদন্তে নামে।
পুলিশ তদন্তের পর ওই মহিলার পরিচয় জানতে পারে। তাঁর বাড়িতে যোগাযোগ করা হয়। পরে স্থানীয় পুলিশ জানায়, ওই মহিলার বাবা মা জানিয়েছেন তাঁদের মেয়ে মানসিকভাবে সুস্থ নন। তাঁর চিকিৎসাও চলছে। রায়বরেলিতে একটি জায়গায় তাঁর চিকিৎসা চলছে। গত কয়েক বছর ধরেই তাঁদের মেয়ে চিকিৎসাধীন।
বিষয়টি নিয়ে অবশ্য স্থানীয় মানুষজনের একাংশ প্রশ্ন তুলেছেন। মহিলা এতক্ষণ ওই অবস্থায় রাস্তায় ঘুরলেন কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে।
যদিও পুলিশ পরিস্কার করে দিয়েছে গোটা বিষয়টি। মহিলার পরিচয়ও খুঁজে বার করেছে তারা। তবে তাঁর পরিচয় প্রকাশ্যে আনেনি। এমন ঘটনা খুব স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি করে।