জঞ্জালমুক্ত বিয়ে দিচ্ছেন তরুণী গ্রাম প্রধান, কাজে লাগছে পচা খাবার
এমন উদ্যোগ দেশের আর কোথাও কেউ কি নিয়েছেন? বোধহয় না। কিন্তু এক খেলোয়াড় তরুণী গ্রাম প্রধান এমনই এক উদ্যোগ নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।
গ্রামে বিয়ে তো মাঝেমধ্যেই হয়। শুধু বিয়ে বলেই নয়, আরও নানা সামাজিক অনুষ্ঠান লেগেই আছে। যেখানে অনেক মানুষের ভিড় জমে, খাওয়াদাওয়ার আয়োজন হয়।
তরুণী গ্রাম প্রধান দায়িত্ব পাওয়ার পর লক্ষ্য করেন যে বিয়ে বা অন্য সামাজিক অনুষ্ঠানে গ্রাম নোংরা হয়। নষ্ট হওয়া খাবার থেকে শুরু করে প্লাস্টিকের থালা, গ্লাস সহ অনেক জঞ্জালের স্তূপ তৈরি হয়।
তিনি তাই এবার এক অনন্য উদ্যোগ নিয়েছেন গ্রামে। জঞ্জালমুক্ত বিয়ের আয়োজন করেছেন। তিনি নিজের উদ্যোগে অনেক স্টিলের বাসনপত্র কিনেছেন। যা তিনি বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহারের নির্দেশ দিয়েছেন তাঁর গ্রামে।
ওই বাসনপত্র একটি অনুষ্ঠানে ব্যবহার হওয়ার পর গ্রামেই থাকে। অন্য অনুষ্ঠানের আগে সেই পরিবার আবার ওই বাসন আগে থেকে বুক করে নেন। এভাবে বাসনগুলি ব্যবহার হতে থাকে।
গ্রাম প্রধান এও দেখেছেন যে এসব অনুষ্ঠানে প্রচুর খাবার নষ্ট হয়। তিনি সেগুলি ফেলতে না দিয়ে কয়েকজন মহিলা স্বেচ্ছাসেবককে দিয়ে সংগ্রহ করে আনেন। তারপর সেই পচা খাবার থেকে তৈরি করেন সার।
সেই সার গ্রামের কৃষকদের মধ্যে নামমাত্র দামে বিক্রি করার ব্যবস্থা করেন গ্রাম প্রধান। এতে পচা খাবার থেকে গ্রামে দূষণও ছড়ায় না, পরিবেশ দূষিত হয়না, আবার ভাল ফসলের প্রয়োজনীয় সারও পাওয়া যায়।
রাজস্থানের ঝুনঝুনুর লম্বি আহির গ্রামের সরপঞ্চ অর্থাৎ গ্রাম প্রধান নীরু যাদবের এই উদ্যোগ গোটা দেশের বিভিন্ন গ্রামের জন্য একটি উদাহরণ। তরুণী নীরুকে ‘হকিওয়ালি সরপঞ্চ’ নামে ডাকা হয় গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা