শুক্রবারের ভয়ংকর তাণ্ডবের পর শনিবার থমথম করছে হরিয়ানার পাঁচকুলা, সিরসা। হরিয়ানার ১১ জেলায় কার্ফু রয়েছে। সেনা টহল চলছে। রাজ্যের সব স্কুল, কলেজ বন্ধ। রাস্তায় সকাল থেকে তেমন একটা লোকজনের দেখা নেই। উইকএণ্ড হওয়া সত্ত্বেও সেই ছুটির মেজাজ উধাও। দোকানপাট বন্ধ। বরং সর্বত্র একটা চাপা উত্তেজনা কাজ করছে। ইতিমধ্যেই বাবা রাম রহিমের ভক্তদের তাণ্ডবে পুলিশের গুলিচালনার ঘটনায় ৩১ জনের প্রাণ গেছে। প্রায় আড়াইশো জন হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে সিরসায় ডেরার প্রধান কার্যালয়ে এদিন সকালে সেনা ঢুকে পড়ে। সেখানে থাকা ডেরা সচ্চা সৌদার সদস্যদের বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন তাঁরা। খালি করে দেওয়া হয় ডেরা। অন্যদিকে কুরুক্ষেত্রেও ডেরার ২টি আশ্রম সিল করে দেওয়া হয়েছে।
শুক্রবারের লাগামছাড়া পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেজন্য এদিন নিজ বাসভবনে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।