বিক্রি হয়ে গেল ধর্মগুরু দলাই লামার সুরক্ষায় থাকা ডুকা
বিক্রি হয়ে গেল তিব্বতি ধর্মগুরু দলাই লামার সুরক্ষায় থাকা কুকুর। তাও প্রায় জলের দরে। মাত্র দেড় হাজার টাকায়। সেই শূন্যস্থান অবশ্য শূন্য রইল না।
![Dalai Lama](https://www.nilkantho.in/wp-content/uploads/2023/02/dalai-lama-780x470.jpg)
তিব্বতি ধর্মগুরু দলাই লামা-র সঙ্গে ১২ বছর কাটিয়েছে ডুকা। কুকুর সাম্রাজ্যে সে ল্যাব্রাডর প্রজাতির। দলাই লামার সুরক্ষাই ছিল তার কাজ। সারাক্ষণ দলাই লামার বাসস্থানের চারপাশে ঘুরে বেড়াত। তাকে বিশেষভাবে তালিম দেওয়া হয়েছিল।
হিমাচল প্রদেশ পুলিশের নজরদারিতে ছিল সে। এই স্নিফার কুকুরটির মূলত কাজ ছিল বিস্ফোরক থাকলে তার হদিশ দেওয়া। কোনও বোমা লুকোনো থাকলে যাতে দ্রুত খবর পাওয়া যায় সেজন্য ডুকাকে কাজে লাগানো হত।
দলাই লামা কোথাও কোনও অনুষ্ঠানে গেলে তার আগে সেই স্থান ঘুরে দেখে নিত ডুকা। গত ১২ বছর ধরে দলাই লামার সুরক্ষার দায়িত্ব তার কাঁধে ছিল।
১২ বছরের কর্মজীবন শেষ করার পর তাকে এবার বিদায় জানানো হল। ২০ ডলার বা ভারতীয় মুদ্রায় মোটামুটি দেড় হাজারের সামান্য বেশি টাকায় তাকে বিক্রি করল হিমাচল প্রদেশ পুলিশ।
তাহলে দলাই লামার সুরক্ষার দায়িত্ব এবার কে সামলাবে? এবার ডুকার স্থান পূরণ করতে আনা হয়েছে ৯ মাসের টমিকে। টমিকে প্রশিক্ষিত করেছে পঞ্জাব হোম গার্ডের কুকুর প্রশিক্ষণ বিভাগ। যাকে ৩ লক্ষ টাকায় কেনা হল।
প্রসঙ্গত ২০১০ সালে ডুকাকে কেনা হয়েছিল ১ লক্ষ ২৩ হাজার টাকায়। আগামী দিনে ডুকার দায়িত্ব পালন করবে টমি। তাকে সেভাবেই প্রশিক্ষিত করে তোলা হয়েছে।
তাই ডুকা না থাকলেও দলাই লামার সুরক্ষা অটুট রাখবে টমি। প্রসঙ্গত ধরমশালায় থাকা দলাই লামার জন্য ত্রিস্তরীয় সুরক্ষা বলয় রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা