ধর্ষণে অভিযুক্ত বাবা গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা দুপুরে। তার আগে হরিয়ানার রোহতক জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করেছে পুলিশ। রোহতক জেলেই বন্দি রয়েছে রাম রহিম। জেলের ১ কিলোমিটারের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনও অশান্তি পাকানোর চেষ্টা হলে সরাসরি গুলি করা হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ। কোথাও কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে শুধু রোহতক বলেই নয়, হরিয়ানার প্রায় সর্বত্রই সুরক্ষা বন্দোবস্ত কড়া করা হয়েছে। গোটা রাজ্যেই ১৪৪ ধারা জারি রয়েছে।
গত শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করার পর তার অনুগামীদের তাণ্ডবে হরিয়ানার পাঁচকুলা, সিরসায় আগুন জ্বলে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সেই হিংসায় ৩৮ জন প্রাণ হারান। পুরো পরিস্থিতির জন্য কাঠগড়ায় চাপানো হয় হরিয়ানার বিজেপি সরকারকে। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের তোপ থেকে রেহাই পায়নি কেন্দ্রের বিজেপি সরকারও। এই অবস্থায় আর কোনও ঝুঁকি নিতে যে হরিয়ানা সরকার রাজি নয় তা এদিনের সুরক্ষা বন্দোবস্ত থেকেই পরিস্কার। কোনও অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে সেনাকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাজা ঘোষণার আগে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, গোয়েন্দা কর্তারা।