ধুলো হয়ে গেল ব্যাঙ্কের লকারে রাখা লক্ষ লক্ষ টাকা
ছিল কড়কড়ে নোট। হয়ে গেল ধুলো। যা ফেলে দেওয়া ছাড়া আর কিছু করার নেই। কি এমন ঘটল যে নোট ধুলো হয়ে গেল?
কম টাকা নয়! কড়কড়ে ২ লক্ষ ১৫ হাজার টাকা! বান্ডিল করে রাখা ছিল এই টাকা। সেটাই পাওয়া গেল ধুলো অবস্থায়। ঘটনাটি ঘটেছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি লকারে।
লকারটি এক মহিলার। তিনি লকারে ওই টাকা রেখে দিয়েছিলেন। ৫০০ টাকার ৪টি বান্ডিল ও খুচরো টাকায় ১৫ হাজার টাকা রেখেছিলেন তিনি।
ব্যাঙ্কের লকার খুলে ওই টাকা বার করে মহিলার মাথায় হাত পড়ে যায়। ৫০০ টাকার বান্ডিলগুলি অনেকটাই ধুলো হয়ে গেছে। খুচরো নোটের ১৫ হাজারের বান্ডিলও প্রায় ধুলো।
উইপোকায় টাকাগুলি খেয়ে নিয়েছে। উইয়ে কাটা ওই ধুলো হওয়া টাকা যে তখন নিছকই মূল্যহীন ধুলো তা বুঝতে অসুবিধা হয়নি ওই মহিলার।
প্রশ্ন ওঠে ব্যাঙ্কের লকারের মধ্যে উই এল কোথা থেকে? এভাবে ব্যাঙ্কের লকারের মধ্যে উই ধরার পিছনে ব্যাঙ্কের গাফিলতিই দেখছেন সকলে।
উদয়পুরের বাসিন্দা ওই মহিলা ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে দেখা করেন। পুরো বিষয়টি তাঁকে জানান। ব্যাঙ্কের গাফিলতিতেই যে তাঁর লকারে রাখা সব টাকা ধুলো হয়ে গেছে তাও জানান তিনি। ব্যাঙ্কের কাছে তাঁর পুরো টাকা ফেরতেও চেয়েছেন ওই মহিলা।
এদিকে এ কথা জানার পর ওই ব্যাঙ্কে লকার আছে এমন অনেকেই ব্যাঙ্কে হাজির হন। সকলেরই বক্তব্য তাঁদের লকারকে সুরক্ষিত রাখা ব্যাঙ্কের দায়িত্ব। সেখানেই ব্যাঙ্কের তরফে গাফিলতি হয়েছে বলে দাবি করেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা