আম জনতার জন্য বন্ধ হয়ে গেল আগ্রা দুর্গের ‘দিওয়ান-ই-আম’
যাঁরা আগ্রা দুর্গ দেখতে যান তাঁদের কাছে ওই দুর্গের মধ্যে থাকা ‘দিওয়ান-ই-আম’ এক অন্যতম দ্রষ্টব্য। কিন্তু সেটাই রাতারাতি বন্ধ করে দেওয়া হল আম জনতার জন্য।
আগ্রা ফোর্ট বা আগ্রা দুর্গের ভিতরে ঘুরে দেখার জিনিসের অভাব নেই। বহু মানুষ সেখানে বেড়াতে গিয়ে ঘুরতে ঘুরতে ‘দিওয়ান-ই-আম’-এর সামনে হাজির হন। যে দিওয়ান-ই-আম ইতিহাসের পাঠ্যেও জায়গা করে নিয়েছে।
এমন এক অন্যতম দ্রষ্টব্য রাতারাতি বন্ধ করে দেওয়া হল। আমজনতা এখন আর এটি ঘুরে দেখতে পারবেন না। এএসআই-এর তরফে সেটি বন্ধ করা হয়েছে।
কারণটা অবশ্যই পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করা। কারণ ওই দিওয়ান-ই-আম-এর ছাদে বড় ফাটল দেখা গেছে। যা ভেঙে পড়লে যে কারও বড় অঘটন ঘটে যেতে পারে। সেই ঝুঁকি না নিয়ে আপাতত পর্যটকদের দেখার তালিকার বাইরে করে দেওয়া হল আগ্রা ফোর্টের দিওয়ান-ই-আম।
কিন্তু কেন আচমকা ফাটল দেখা দিল? স্থানীয়দের একাংশের দাবি, এখানেই জি২০ বৈঠককে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল গত ১১ ফেব্রুয়ারি।
সেই অনুষ্ঠানে যথেষ্ট জোরেই গান বাজানো হয়। সেই শব্দের জেরেই কম্পন থেকে দিওয়ান-ই-আম-এর ছাদে ফাটল ধরে থাকতে পারে।
প্রসঙ্গত ১৩ ফেব্রুয়ারি ছাদে ফাটলটি নজরে পড়ে সেখানে কর্মরত এক কর্মীর। তবে কি জোরে গান বাজানো থেকেই ফাটল? যদিও বিষয়টি নিয়ে এক এএসআই আধিকারিককে জিজ্ঞেস করা হলে তিনি এ নিয়ে মন্তব্য এড়িয়ে জানান, ওই গানবাজনা থেকেই ছাদে ফাটল কিনা তা বলার সময় আসেনি।
কিন্তু এমন এক ঐতিহাসিক নিদর্শনের ছাদ যদি ভেঙে পড়ে তাহলে তা ইতিহাসের বড় ক্ষতি। যদিও ছাদ মেরামতি নিয়ে পদক্ষেপ শুরু করেছে এএসআই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা