সুতির ওপর গঙ্গাজল দিয়ে গীতা লিখে বড় চমক মুসলিম ব্যবসায়ীর
একটি সুতির কাপড়ের ওপর গোটা ভগবদগীতা লিখে ফেললেন এক মুসলিম কাপড়ের ব্যবসায়ী। এই লেখা লিখতে তিনি যে কালি ব্যবহার করলেন তা অভিনব।
একটি সুতির কাপড়। বেশ বড় কাপড়। তারপর ওপর এক মুসলিম ব্যবসায়ী মন দিয়ে লিখে ফেললেন ভগবদগীতা। যাতে সংস্কৃত শ্লোক লেখায় ভুল না হয় সেজন্য তিনি সংস্কৃত কিছুটা শিখে নিয়েছিলেন। আর যেখানে আটকে যাচ্ছিলেন সেখানে সংস্কৃত জানা পণ্ডিতদের সাহায্য নিয়েছিলেন।
এই কাপড়ের ওপর ভগবদগীতা লিখে তিনি তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসাবে দিতে চান। কিন্তু কি দিয়ে লিখলেন কাপড়ের ওপর?
এক্ষেত্রে কিন্তু সাধারণ রং বা কালি ব্যবহার হয়নি। তিনি নিজে একটি বিশেষ কালি তৈরি করে নিয়েছেন। যা তৈরি হয়েছে গঙ্গা মাটি এবং গঙ্গাজল দিয়ে।
গঙ্গাজলে, গঙ্গা মাটি পরিমাণমত মিশিয়ে তাতে গঁদ বা আঠা মিশিয়ে দেন হাজি ইরশাদ আলি। বারাণসী শহরের এই ৫৩ বছর বয়স্ক প্রৌঢ়ের বিশেষ কালিটি রীতিমত সকলের নজর কেড়েছে। ভগবদগীতাকে কাপড়ের ওপর লিখতে গঙ্গা মাটি ও গঙ্গাজলের ব্যবহার পুরো বিষয়টিকে অন্য এক মাত্রা দিয়েছে।
শুধু কাপড়ের ওপর ভগবদগীতা লেখাই নয়, এই ব্যবসায়ী এর আগেও সুতির কাপড়ের ওপর মুসলিম ধর্মগ্রন্থ কোরান লিখে ফেলেছেন। লিখেছেন হনুমান চালিশাও।
হাজি ইরশাদ আলি যখন কিশোর বয়সে ছিলেন, তখন থেকেই তিনি কাপড়ের ওপর ধর্মীয় গ্রন্থ লিখে ফেলা রপ্ত করতে শুরু করেন। এবার বারাণসীতে বসে কাপড়ের ওপর গঙ্গা মাটি, গঙ্গাজল দিয়ে গীতা রচনা করে তিনি রীতিমত আলোড়ন ফেলে দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা