গাড়িতে রাখা ৭ কোটি টাকার গয়না, বাকিটা যেন সিনেমা
গাড়িতে রাখা ছিল ৭ কোটি টাকার গয়না। তাতে স্বর্ণালঙ্কার যেমন ছিল তেমনই ছিল হিরের গয়নাও। এবার যা ঘটল তা সিনেমার পর্দায় দেখা যায়।
এক মহিলাই এই গয়নার ব্যবসার মালিক। তাঁর অধীনস্থ কর্মচারি রয়েছেন। ওই মহিলা তাঁর অ্যাপার্টমেন্ট থেকেই এই গয়নার ব্যবসা চালান। তবে ব্যবসা যথেষ্ট বড়।
ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, তিনি তাঁর এক কর্মচারি অক্ষয়কে তাঁর এক গ্রাহকের কাছে পাঠিয়েছিলেন। ব্যবসার কাজেই রয়েছে ১টি গাড়ি। সেই গাড়িতেই অক্ষয় ওই গ্রাহকের কাছে যান।
গাড়ি চালাচ্ছিল শ্রীনিবাস নামে এক ২৮ বছরের যুবক। সেও এই অলঙ্কার ব্যবসার এক কর্মচারি। শ্রীনিবাসকে অপেক্ষা করতে বলে গ্রাহকের সঙ্গে দেখা করে তাঁকে তাঁর অর্ডার করা ৫০ লক্ষ টাকার গয়না দিতে অক্ষয় মধুরানগরে গ্রাহকের বাড়িতে প্রবেশ করেন। বাইরে গাড়ি নিয়ে শ্রীনিবাস অপেক্ষা করতে থাকে।
গ্রাহকের সঙ্গে দেখা করে বেরিয়ে অক্ষয় দেখেন শ্রীনিবাসও নেই, অফিসের গাড়িও নেই। শ্রীনিবাসকে ফোন করেন অক্ষয়। কিন্তু ফোন সুইচ অফ ছিল।
দ্রুত অক্ষয় পুরো বিষয়টি সংস্থার মালিক রাধিকাকে জানান। রাধিকা পুলিশে অভিযোগ দায়ের করতে গিয়ে জানান, ওই গাড়িতে ৭ কোটি টাকার সোনা ও হিরের গয়না ছিল। যা হায়দরাবাদের বানজারা হিলসের শ্রীগিরিরাজ জেমস অ্যান্ড জুয়েলার্স-কে ডেলিভারি দেওয়ার ছিল।
হায়দরাবাদে ঘটে এই ঘটনা। পুলিশ অভিযোগ পাওয়ার পর শ্রীনিবাসের খোঁজ শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখে শ্রীনিবাসের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যে গাড়ি নিয়ে শ্রীনিবাস পালিয়েছে যেই গাড়িটিকে কোথাও দেখা যায় কিনা তারও জোরদার খোঁজ শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা