
মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের ওপর এত ভয়ংকর দুর্ঘটনা ইদানিংকালে ঘটেনি। রবিবার ভোর তখন সাড়ে ৫টা। নবি মুম্বইয়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে পাংচার হওয়া টায়ার পরিবর্তন করছিলেন মারুতি সুইফ্টের গাড়ির চালক। পাশে একটি ইনোভা গাড়িও দাঁড়িয়েছিল।
পুলিশ সূত্রের খবর, এই সময় সাতারা জেলার দিক থেকে একটি লাক্সারি বাস তীব্র গতিতে ছুটে আসছিল। কাছাকাছি পৌঁছে বাসটি ইনোভা ও সুইফটটিকে ধাক্কা মেরে একটু এগিয়ে বাঁদিকে খাদে গড়়িয়ে পড়ে। ২০ ফুট গভীর খাদে পড়ার পর স্থানীয়রাই প্রথমে সাহায্যে এগিয়ে আসেন।
ঘটনাস্থলেই ১৭ জন বাস আরোহীর মৃত্যু হয়। যারমধ্যে একটি ছ’মাসের শিশুও রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।