ডোকলাম সমস্যার সমাধান সূত্র মিলল। দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে একাধিক বৈঠকের পর এই সমাধানসূত্রে উপনীত হতে পেরেছে দুই দেশ। ঠিক হয়েছে দুই দেশই ভুটানের ডোকা লা পাস থেকে সেনা সরিয়ে নেবে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে এই সমাধানসূত্র নিয়ে জানানো হয়েছে। ফলে গত জুন মাস থেকে ডোকলাম নিয়ে দুই দেশের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল তার অবসান হতে চলেছে।
ভুটানের ভূখণ্ড রক্ষায় ভারত সাহায্যের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। গত জুন মাসে খবর হয় ভুটানের ডোকা লা-তে ঢুকে চিন সেখানে রাস্তা তৈরি শুরু করেছে। যা ভুটানের একটি সেনা ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হবে। এই খবর পাওয়ার পরই ভারত সেখানে সেনা পাঠায়। চিনকে রাস্তা তৈরিতে বাধা দেয়। ডোকা লা-তে দুই পক্ষের সেনা মুখোমুখি দাঁড়িয়ে যায়। তৈরি হয় যুদ্ধের পরিস্থিতি।
এই অবস্থায় দুই পক্ষই নিজের নিজের অবস্থানে অনড় ছিল। ডোকলাম নিয়ে ভারতকে বেশ কয়েকবার চোখও রাঙানোর চেষ্টা করেছে চিন। কিন্তু তাতে ভারতকে টলানো যায়নি। অবশেষে শুরু হয় দুই পক্ষের মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠক। আর তাতেই অবশেষে সমাধানসূত্র মিলল। দুই দেশই ডোকলাম থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিনে যাওয়ার কথা। তার আগে এই বরফ গলা অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।