National

কল্পনার অতীত হলেও ঘটনাটা ঘটল, চুরি গেল সবুজ

চুরি তো সবই করা হতে পারে। তবে সবুজও যে সেই তালিকায় পড়ে তা কারও জানা ছিলনা। এবার সেই সবুজও চুরি করে নিল কে বা কারা।

চোরদের বাছবিচার তেমন থাকেনা। কিছুটাও দাম পাওয়া যাবে এমন জিনিস চুরির সুযোগ পেলে তারা ছাড়ে না। কিন্তু সেই তালিকায় যে সবুজও পড়ে তা কারও জানা ছিলনা।

গয়নাগাটি, টিভি, মোবাইল, মূল্যবান সামগ্রি সবই চুরি যায়। কিন্তু এবার সেই তালিকায় আরও একটি জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা তৈরি হল। আর তা হল গাছের চারা। তাও রাস্তার ধারের গাছের।


রাস্তার ২ ধারে গাছ লাগানো থাকে। যেখানে নেই সেখানে গাছ লাগানোর বরাত দেওয়া হয়। লখনউ শহরে জি২০ বৈঠক উপলক্ষে শহর সাজানোর কাজে শহিদ পাথ হাইওয়ের সার্ভিস লেন ধরে গাছ লাগানোর বরাত দেওয়া হয়েছিল এক ঠিকাদার সংস্থাকে।

সেই সংস্থা পথের ২ ধারে ১৫০টি থেকে ২০০টি গাছ লাগায়। কিন্তু লাগানোর পর দেখে রাতারাতি সেই সব চারা চুরি হয়ে গেছে। সবে রোপণ করা চারা এভাবে রাতারাতি চুরি যে যেতে পারে তা তাদের ধারনার মধ্যে ছিলনা। এমনকি পুলিশও অবাক।


মূল্যবান জিনিস চুরি করার একটা প্রবণতা চোরদের থাকে। কিন্তু রাস্তার ধারে লাগানো গাছও যে তারা বাদ দেবেনা এটা ভাবনার অতীত। লখনউ শহরে এটাই প্রথম সবুজ চুরির ঘটনা।

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ একটি গাড়ির হদিশ পায়। সেই গাড়ির নম্বর খুঁজে তদন্তকারীরা পৌঁছে যান স্থানীয় এক বৈদ্যুতিন জিনিসের দোকানের মালিকের কাছে।

তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া ফুলের চারা পাওয়াও যায়। এরপরই শিবম মিশ্র নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button