National

প্রতিবাদ জানাতে রাস্তার মাঝখানে পোশাক খুলে বসে পড়লেন এক মহিলা

প্রতিবাদের ভাষা হিসাবে পোশাক খুলে রাস্তায় বসে পড়লেন এক মহিলা। এমন দৃশ্যে অপ্রস্তুত পথচারীরা তাঁকে পোশাক পরতে বললেও তিনি রাজি হননি।

ব্যস্ত হাসপাতালের সামনের রাস্তা। স্বাভাবিকভাবেই তা অত্যন্ত জমজমাট। রাস্তার মাঝখান দিয়ে বুলেভার্ড। দুধার দিয়ে গাড়ি চলাচলের পথ। রাস্তায় অনেক মানুষ নিজেদের কাজে চলেছেন।

এরমধ্যেই এক বছর ৩৬-এর মহিলা আচমকা রাস্তার মাঝখানে থাকা বুলেভার্ডের ওপর পোশাক খুলে রেখে বসে পড়েন। যা দেখে স্বভাবতই পথচলতি মানুষজন প্রাথমিকভাবে স্তম্ভিত হয়ে যান।


এমন জনবহুল রাস্তায় একজন মহিলাকে পোশাকহীন অবস্থায় দেখে তাঁরা অস্বস্তিতে পড়ে যান। অনেকেই এসে মহিলাকে পোশাক পরে নিতে অনুরোধ করেন।

কৌতূহলী মানুষের ভিড়ও জমতে শুরু করে মহিলাকে কেন্দ্র করে। কিন্তু ওই মহিলা সাফ জানিয়ে দেন তাঁর দাবি পূরণ না হলে তিনি পোশাক পরবেন না।


জয়পুরের সোওয়াই মান সিং মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় এক মহিলা এভাবে বসে আছেন শুনে হাজির হয় পুলিশ। তাঁকে পুলিশ জোর করেই পোশাক পরিয়ে দেয়। তারপর তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পরে ওই মহিলা পুলিশকে জানান, তিনি পেশায় একজন নার্স। ২০২০ সাল থেকে তাঁকে অ্যাওয়েটিং পোস্টিং অর্ডার অবস্থায় রেখে দেওয়া হয়েছে। অনেকবার তিনি বিভিন্ন মহলে অনুরোধ করেছেন। কিন্তু ২০২৩ সালে এসেও সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি।

তাই প্রতিবাদ জানাতে তিনি এভাবে রাস্তার ওপর পোশাক খুলে বসেছিলেন। জানা যাচ্ছে ওই মহিলা আগে বেওয়ারে কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে আজমের-এ বদলি করা হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button