ভগবানের মূর্তির সামনে বিকিনিতে মহিলারা, প্রতিবাদে হনুমান চালিশা পাঠ
হনুমানের সামনে বিকিনি পরিহিতা মহিলা বডি বিল্ডারদের প্রদর্শনী। এভাবে ভগবানের মূর্তির সামনে মহিলাদের দেহ প্রদর্শন বিতর্কের জন্ম দিল। প্রতিবাদে হল হনুমান চালিশা পাঠ।
পুরুষ বডি বিল্ডাররা যেমন তাঁদের দেহসৌষ্ঠব প্রদর্শন করেন বিভিন্ন প্রতিযোগিতায়, তেমনই মহিলারা যাঁরা বডি বিল্ডিংয়ের সঙ্গে জড়িত তাঁরাও তাঁদের দেহ সৌষ্ঠব তুলে ধরেন বিভিন্ন প্রতিযোগিতায়।
তেমনই এক প্রতিযোগিতার মঞ্চে মহিলা বডি বিল্ডাররা এক এক করে হাজির হন বিকিনিতে। যাকে ঘিরে জন্ম নেয় প্রবল সমালোচনা। কারণ যেখানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে হনুমানের একটি মূর্তি ছিল।
সেই মূর্তির সামনেই চলে মহিলাদের বিকিনি পরে দেহ সৌষ্ঠব প্রদর্শন। আপাত দৃষ্টিতে এটি একটি প্রতিযোগিতা হলেও তা নিয়ে সরব হয় কংগ্রেস।
কংগ্রেসের তরফে দাবি করা হয়, এতে মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। ভগবানের মূর্তির সামনে এমন পোশাকে মহিলাদের আসাকে তারা মেনে নিচ্ছে না।
এতে ভগবান হনুমানের অপমান হয়েছে বলেও দাবি করে কংগ্রেস। এর বিরুদ্ধে তারা স্থানীয় থানার সামনে হনুমান চালিশা পাঠ করে বিক্ষোভেও শামিল হয়।
ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের রতলামে। রতলাম পুরসভার মেয়র যিনি বিজেপি কাউন্সিলরও, সেই প্রহ্লাদ প্যাটেল এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন। ফলে এই ঘটনায় বিজেপি বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে।
কংগ্রেসের দাবি, বিজেপি নিজেদের রামভক্ত বলে দাবি করে। সেখানে এক বিজেপি নেতাই এমন কাণ্ড ঘটালেন। এজন্য বিজেপি নেতাদের ক্ষমা চাইতে হবে বলেও দাবি করে কংগ্রেস। যদিও আয়োজকদের পাল্টা দাবি, এটাই মহিলা বডি বিল্ডারদের স্বীকৃত ড্রেস কোড। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা