দুর্গের ধারেকাছেও এমন কাজ করলে আগামী দিনে তার ফল ভুগতে হবে
হেরিটেজ তকমা আছে এমন সব দুর্গের ধারেকাছেও এমন কোনও কাজ করলে তার ফল যে কতটা ভয়ংকর হবে তার ইঙ্গিত দিয়ে দিলেন মন্ত্রী।
হেরিটেজ তকমা রয়েছে এমন দুর্গ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। যা সযত্নে সুরক্ষিত। দুর্গগুলির দেখভালও যত্নের সঙ্গে করা হয়। এখানে পর্যটকদের আনাগোনাও লেগে থাকে।
এমন হেরিটেজ তকমা রয়েছে এমন দুর্গ রয়েছে মহারাষ্ট্রেও। মহারাষ্ট্রের এমন দুর্গগুলির পবিত্রতা রক্ষা করতে এবার আরও তৎপর হচ্ছে সেখানকার শিবসেনা ও বিজেপি-র সরকার। সেখানে এবার একটি কাজকে কড়া হাতে দমন করার ইঙ্গিত দিয়ে দিলেন মহারাষ্ট্রের সাংস্কৃতিক মন্ত্রী।
দুর্গ চত্বর তো বটেই, এমনকি হেরিটেজ তকমা রয়েছে এমন দুর্গগুলির ধারেকাছেও যদি কাউকে মদ্যপান করতে দেখা যায় তাহলে তাঁর কপালে ভয়ংকর সাজা নাচবে আগামী দিনে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী সাফ জানিয়েছেন, এমন একটি আইন আনা হচ্ছে যেখানে হেরিটেজ দুর্গের ধারেকাছেও কাউকে মদ্যপান করতে দেখা গেলে তাঁকে সাজার মুখে পড়তে হবে। তাঁর ৩ মাসের কারাদণ্ড হতে পারে। তাঁর ১০ হাজার টাকা জরিমানাও হতে পারে। আবার জেল এবং জরিমানা ২ হতে পারে।
এ থেকে স্পষ্ট যে হেরিটেজ তকমা থাকা দুর্গগুলির আশপাশেও মদ্যপান হতে দিতে নারাজ মহারাষ্ট্র সরকার। এমনকি মন্ত্রী এও জানিয়েছেন যে তাঁরা দুর্গগুলির পবিত্রতা রক্ষায় ব্রতী।
দুর্গগুলির আশপাশে মদ্যপান বলেই নয়, কোনও আইন বিরুদ্ধ খারাপ কাজ হতে দেখলে তার খবর কেউ যদি দিতে পারেন তবে তাঁকে পুরস্কৃতও করা হবে।
সব ক্ষেত্রে যে পুলিশের নজরে সব কিছু পড়বে এমন নাও হতে পারে। কিন্তু স্থানীয় মানুষ অনেক খবর সহজেই পান। তাই মন্ত্রীর এই খবর দিলে পুরস্কারের প্রলোভনে আরও বেশি করে খবর আসার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা