প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হোটেলে বিশেষ ছাড়
প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে অনেক ছাত্রছাত্রীকেই দূরে যেতে হয়। সেখানে থাকার জন্য তাঁদের হোটেলই ভরসা। এবার তাঁরা পরীক্ষা দিতে এলে হোটেলে বিশেষ ছাড়।
প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে দূরে অনেক সময়ই যেতে হয়। বাড়ি থেকে পরীক্ষা দিতে যাওয়ার উপায় থাকেনা। বরং পরীক্ষা দিতে অন্য শহর এমনকি অন্য রাজ্যেও যেতে হতে পারে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা পরীক্ষার পড়া নিয়ে যথেষ্ট মনযোগী থাকেন।
অথচ দূরে পরীক্ষা দিতে গেলে থাকা এবং খাওয়ার বন্দোবস্ত তো পাকা হওয়া চাই। নাহলে কোথায় থাকবেন সেই চিন্তা পরীক্ষায় প্রভাব ফেলে। সেজন্য হোটেলই বড় ভরসা হয়। আবার যাঁরা তখনও চাকরি পাননি তাঁদের জন্য হোটেলের ভাড়া গোনাও মুশকিল।
এসব কথা মাথায় রেখে এবার রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন তাদের যে হোটেলগুলি রয়েছে সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিতে আসা পরীক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত ভাড়ায় ছাড়ের পথে হাঁটল। যা অবশ্যই রাজস্থানের বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের জন্য সুবিধাজনক।
এতে তাঁদের অর্থ ব্যয়ের চিন্তাও যেমন কমবে, তেমন নিশ্চিন্তে মাথা গোঁজার স্থানেরও সমস্যা থাকবেনা। যা তাঁদের শান্তিতে পরীক্ষা দেওয়ার জন্য জরুরি।
শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের জন্য বলেই নয়, হোটেল ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ দেওয়ায় সবুজ সংকেত দেওয়া হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের বদলির ক্ষেত্রেও। এছাড়া পদ্ম সম্মান প্রাপক বয়স্করাও এই সুযোগ পাবেন।
রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বোর্ডের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ফলে আগামী দিনে এই সুযোগ মিলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা