সবে থেমেছে বৃষ্টি। নেমেছে জল। স্বাভাবিক হচ্ছে বাণিজ্য নগরী মুম্বইয়ের জনজীবন। প্রবল বৃষ্টির সেই বিপর্যয়ের ধাক্কা এখনও পুরো সামলে উঠতে পারেননি মুম্বইবাসী। তারমধ্যেই আবার বিপর্যয়। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের ভিন্ডি বাজার এলাকার মৌলানা সৌকত আলি রোডের একটি পুরনো বহুতল ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। আরশিওয়ালা বিল্ডিং নামে পাঁচতলা বাড়িটি বহু পুরানো। এখানে বেশকিছু পরিবারের বাস। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ আচমকাই বাড়িটি তাসের ঘরের মত হুড়মুড় করে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বাড়ির বাসিন্দারা।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। শুরু হয় উদ্ধারকাজ। সন্ধ্যে পর্যন্ত ২১টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও প্রায় ১০ জনের মত ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। ঠিক কী কারণে বাড়িটি ভেঙে পড়ল তা স্পষ্ট না হলেও, দমকলের প্রাথমিক অনুমান একটানা বৃষ্টির কারণেই আলাদা হয়ে ভেঙে পড়েছে বাড়িটি।