এবার স্কুলে স্কুলে থাকবে ট্রাফিক কন্ট্রোল রুম, নিয়ন্ত্রণ করবে ছাত্রছাত্রীরা
এবার স্কুলে স্কুলে ট্রাফিক কন্ট্রোল রুম তৈরি হবে। স্কুলের ছাত্রছাত্রীরাই সেই ট্রাফিক কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবে। এ উদ্যোগ অকারণে করা হচ্ছেনা।
স্কুলে ছাত্রছাত্রীরা যায় পড়াশোনা করতে। ফাঁকে ফাঁকে একটু খেলাধুলা। কিন্তু যে পথে তারা স্কুলে পৌঁছয় বা গোটা শহর যে পথ ধরে তাদের গন্তব্যে পৌঁছয় সেই পথঘাটের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে ট্রাফিক পুলিশ।
এজন্য পুলিশের একটি আলাদা বিভাগ থাকে। সেখানে যাঁরা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন তাঁদের ট্রাফিক নিয়ন্ত্রণ শেখানো হয়।
ফলে স্কুলের ছাত্রছাত্রীরাও সঠিক সময়ে ক্লাসে পৌঁছতে পারে। কিন্তু এবার আর ট্রাফিক পুলিশ নয়, স্কুলের সামনের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব বর্তাবে সেই স্কুলেরই ছাত্রছাত্রীদের ওপর। যারা ওই স্কুলে পড়াশোনা করে।
নবাবের শহর লখনউতে সেই নির্দেশ দিলেন সেখানকার জেলাশাসক। তিনি সব স্কুলে এমন একটি করে ট্রাফিক কন্ট্রোল রুম তৈরির কথা বলেছেন। সেই ট্রাফিক কন্ট্রোল রুমের দায়িত্ব থাকবে সেই স্কুলের ছাত্রছাত্রীদের ওপর।
তারা তাদের স্কুলের সামনে যাতে যানজট না হয় সেদিকে নজর রাখবে। তাদের যাবতীয় পরামর্শ দেবেন একজন নোডাল ট্রাফিক অফিসার। তিনি ছাত্রছাত্রীদের যানজট কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা শেখাবেন।
সেইসঙ্গে নোডাল অফিসার নিজে নজর রাখবেন সংশ্লিষ্ট স্কুলের সামনে কোন গাড়ি ট্রাফিক জ্যামের কারণ হচ্ছে তার দিকে। সেই গাড়ির চালক ও মালিককে সজাগ করার দায়িত্ব নেবেন তিনি।
স্কুলের সামনে ঘোষণা হতে থাকবে মাইকে। ওই গাড়িকে দ্রুত সরাতে বলা হবে। এভাবে ছাত্রছাত্রীরাও পাঠ পাবে যান নিয়ন্ত্রণের। আবার উত্তরপ্রদেশের লখনউ শহরের সব স্কুলে এমন ট্রাফিক কন্ট্রোল রুম তৈরি হওয়ার উদ্যোগ শুরু হলেও এটা দেশের সব স্কুলকেই একটা পথ দেখাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা