National

অসহ্য গরমের মধ্যে এবার তুষারপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস

অসহ্য গরমে নাজেহাল সকলে। তারমধ্যেই এবার টানা ৪ দিন তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। যা শুনেই গরমে পোড়া মানুষদের মন ভাল হয়েছে।

বৈশাখে পা পড়ার আগে থেকেই জ্বলছে গোটা পশ্চিমবঙ্গ। আগুনে গরমের পাশাপাশি তাপপ্রবাহ বা লু বইছে অনেক জায়গায়। বৈশাখের প্রথম দিনে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে পাতলা মেঘের আস্তরণ দেখা গেলেও তা কার্যত মরীচিকার শামিল। ওই দেখতেই মেঘের আস্তরণ। গরম থেকে রেহাই মেলেনি। আরও গরমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

চৈত্রের শেষ দিনে কলকাতা ছুঁয়েছিল ৪১ ডিগ্রি। এখনও তো বৈশাখ, জ্যৈষ্ঠ বাকি! এসবের মধ্যেই এবার তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।


দেশের এক অংশে তুষারপাত হতে চলেছে এপ্রিলের ১৬ থেকে ২০ তারিখ পর্যন্ত বলে জানিয়ে দিয়েছে তারা। জম্মু কাশ্মীরের পাহাড়ি এলাকার উঁচু অংশে ওই ৪-৫ দিন তুষারপাত হবে বলে পূর্বাভাস।

ওই একই সময়ে পাহাড়ের পাদদেশ এলাকা জুড়ে বৃষ্টির পূর্বাভাসও জারি হয়েছে। আর এসবই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। যা মূলত শীতকালে জম্মু কাশ্মীর সহ উত্তর ভারতে প্রবল ঠান্ডা, তুষারপাত এবং বৃষ্টির কারণ হয়।


দিল্লির পারদ যখন ৪০ ছুঁই ছুঁই, যেখানে কলকাতা ৪১ ডিগ্রি সহ্য করেছে, যেখানে পশ্চিমবঙ্গ সহ গোটা উত্তর ভারত ও পশ্চিম ভারত পুড়ছে, সেখানে এমন বরফ পড়ার খবরও মন ভাল করেছে গরমে পোড়া মানুষজনের। হতে পারে তাঁদের তাতে লাভ নেই, কিন্তু এ যেন শুনেও স্বস্তি!

এদিকে কলকাতা সহ এ রাজ্যে কবে বৃষ্টি হবে তার কোনও পূর্বাভাস এখনও দিতে পারেনি আবহাওয়া দফতর। বরং এমনভাবেই গরম চলবে বলে জানিয়ে দিয়েছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button