জলাভিষেকে অ্যান্টার্কটিকা থেকেও এল কলসি ভরা জল
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা হল কলসি ভরা জল। যে তালিকায় অ্যান্টার্কটিকার জলও রয়েছে। এমনকি পাকিস্তান থেকেও এল জল।
অযোধ্যায় রামলালার জলাভিষেকের জন্য যে জল লাগবে তা আনা হল বিভিন্ন দেশ থেকে। বিশ্বের ১৫৫টি দেশ থেকে এসেছে এই জল। যা কলসি ভরে আনা হয়েছে। যে যে দেশ থেকে এবং যে যে নদী থেকে আনা হয়েছে জল, কলসির ওপর তার নাম লেখা থাকছে।
যে দেশ থেকে আনা হয়েছে সে দেশের জাতীয় পতাকাও কলসে লাগানো থাকছে। যেটা সকলের নজর কাড়ছে তা হল অ্যান্টার্কটিকা থেকেও এসেছে জলের কলস। যা খুব সহজ কাজ ছিলনা।
অ্যান্টার্কটিকার বরফ রাজ্য থেকে জল আনার পাশাপাশি পাকিস্তান থেকেও জল এসেছে। পাকিস্তানে যে হিন্দুরা বাস করেন তাঁরা এই জল পাঠানোর ব্যবস্থা করেছেন।
নদীর জল এসেছে চিন থেকেও। উজবেকিস্তানও বাদ যায়নি। নদীর জল আনার তালিকায় রয়েছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, তানজানিয়া, সুরিনাম, নাইজেরিয়া, কাজাখস্তান, কানাডা, তিব্বত, ব্রিটেন, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপও।
এছাড়াও অনেক দেশ তালিকায় রয়েছে। সব মিলিয়ে ১৫৫টি দেশের বিভিন্ন নদীর জল আনা হয়েছে অযোধ্যায়। যা অবশ্যই এক কর্মযজ্ঞের শামিল। এতগুলি দেশের বিভিন্ন নদীর জল যত্ন করে অযোধ্যায় নিয়ে আসাটাও সহজ কাজ ছিলনা।
এইসব জল দিয়েই জলাভিষেক হবে রামলালার। জলাভিষেকে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই জলাভিষেক করবেন ২৩ এপ্রিল। যা ধুমধামের সঙ্গেই হতে চলেছে। এদিকে অযোধ্যায় রাম মন্দিরের কাজও দ্রুত এগোচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা