তাঁর সঙ্গে এটাও হতে পারে ভাবতে পারেননি আম চুরি করে পালানো পুলিশ অফিসার
১০ কেজি সেরা জাতের আম চুরি করে পালিয়েছিলেন এক পুলিশ আধিকারিক। যদিও তার জেরে এমনও হতে পারে সেটা ভাবতে পারেননি।
আম তো প্রায় সকলের প্রিয়। আবার সেরা জাতের কিছু আমের স্বাদ তো ভুবন ভোলানো। তেমনই দামি আমের একটি বাক্স রাখা ছিল একটি দোকানের সামনে। যা চোখে পড়ে এক পুলিশ আধিকারিকের।
তিনি সেই বাক্সটির সামনে এসে দাঁড়ান। এদিক ওদিক চেয়ে দেখেন কেউ কোথাও নেই। তারপরই তিনি সেই বাক্সটি তুলে চম্পট দেন ওই এলাকা থেকে। খোদ পুলিশ অফিসারই চোর সেটা কেউ ভাবতে পারেননি।
তবে সিসিটিভি ফুটেজ সব সত্য সামনে এনে দেয়। সেই সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যে ওই পুলিশ অফিসার গত বছরের সেপ্টেম্বর মাসে যে বাক্সটি তুলে নিয়ে যান তাতে সেরা প্রজাতির আম ১০ কেজি রাখা ছিল। যে আমের বাজারদর ১ কেজিই ৫০০ টাকা। ফলে ৫ হাজার টাকার আম তিনি তুলে নিয়ে চম্পট দেন।
এই ঘটনা সামনে আসার পর কেরালা পুলিশের দিকে আঙুল উঠছিল। তাদের নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে যা সামাল দিতে আম চুরি করে পালানোর অভিযোগে অভিযুক্ত সেই পুলিশ অফিসার পিভি সিহাব-এর বিরুদ্ধে পদক্ষেপ করল পুলিশ।
পিভিকে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হয়েছে। আম চুরির অভিযোগে চাকরি খোয়ালেন ওই আধিকারিক। ঘটনাটি ঘটেছে কেরালার কোট্টায়াম জেলার কাঞ্জিরাপল্লিতে। ঘটনার জেরে ইডুক্কির পুলিশ সুপার ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এই চরম পদক্ষেপ করলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা