১১০ বছর পর মাটিতে পা পড়ল বাঘের, রাতের ঘুম উড়েছে রাজ্যবাসীর
১১০ বছরে কখনও বাঘের ভয়ে কাটাতে হয়নি। অবশেষে সেই বাঘের দেখাই মিলল। দেশের এ ভূখণ্ডে কেন আগমন, কারণ খুঁজতে গিয়ে অন্য পথের সন্ধান।
বাঘের সঙ্গে যাঁদের জীবন কাটে তাঁরা বাঘের আতঙ্ক কাটিয়ে সহাবস্থানে অভ্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু যাঁরা জন্মে থেকে বাঘের নাম শুনেছেন, ছবি দেখেছেন বটে তবে খোদ তাঁদের তল্লাটেই বাঘ ঘুরছে এমন খবর পাননি তাঁদের অবস্থা অনুমেয়।
আতঙ্কে গলা শুকিয়ে যাচ্ছে অনেকের। রাতের ঘুম উড়েছে। এমন অবস্থা ভারতের এক রাজ্যের বাসিন্দাদের। চিরদিন বাঘের দাপট ছিল লাগোয়া রাজ্যে। কিন্তু সেই বাঘ যে সীমানার তোয়াক্কা না করে তাঁদের রাজ্যেও ঢুকে পড়তে পারে গত ১১০ বছরে তার কোনও প্রমাণ তাঁরা পাননি। এমনই পরিস্থিতি হরিয়ানার মানুষের।
হিমাচল প্রদেশ বাঘের ডেরা হলেও তাঁদের রাজ্যে ১১০ বছরে বাঘের দেখা মেলেনি। সেই ভূখণ্ডে এবার বাঘের ঘোরাফেরার ছবি ধরা পড়েছে গোপন ক্যামেরায়।
১১০ বছর পর হরিয়ানায় এই বাঘের দেখা মিলেছে সেখানকার কালেসর জঙ্গলে। হরিয়ানার বনমন্ত্রী সেই বাঘের ছবি শেয়ার করে জানিয়েছেন ১৯১৩ সালের পর এই প্রথম হরিয়ানায় বাঘের দেখা মিলল।
এই অযাচিত বাঘের পদচারণা সামনে আসার পর এর কারণ খোঁজার পাশাপাশি আরও একটি দাবি জোরাল হয়েছে। মাল্টি স্টেট টাইগার রিজার্ভ অর্থাৎ বেশ কয়েকটি লাগোয়া রাজ্য মিলিয়ে একটি ব্যাঘ্র অভয়ারণ্য বানানোর যে প্রস্তাব আগেই করা হয়েছিল তা এই ঘটনার পর গতি পেয়েছে।
হরিয়ানার কালেসর জঙ্গল, উত্তরাখণ্ডের রাজাজি এলাকা এবং হিমাচল প্রদেশের সিম্বালবারা নিয়ে একটি মাল্টি স্টেট টাইগার রিজার্ভ তৈরির প্রস্তাবে সোচ্চার হয়েছেন বন্যপ্রাণ প্রেমী মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা