National

পেট থেকে বার করা হল ১৫৪টি টুকরো, কিসের জানলে অবাক হবেন

পেট থেকে বার করে আনা হল ১৫৪টি টুকরো। এতগুলি টুকরো দেখে অবাক চিকিৎসকেরাও। রীতিমত ঝুঁকি নিয়ে অপারেশনের পথে যান চিকিৎসকেরা।

ক্রমশ ব্লাড সুগার বাড়ছিল। যা নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকেরা। অন্য কিছু উপসর্গও ছিল। যেগুলি নিয়ে পরীক্ষা করতে শুরু করেন তাঁরা। সিটি স্ক্যানও হয়। সেখানেই ধরা পড়ে বিষয়টি। তবে পেটের মধ্যে যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা ধারনা করতে পারেননি চিকিৎসকেরাও।

ব্লাড সুগারের রোগীকে অপারেশন ঝুঁকির। তবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে এনে সেই ঝুঁকির পথে হাঁটেন চিকিৎসকেরা। যার ফল ভালই হয়েছে। তবে পেট থেকে বার করা হয়েছে ১৫৪টি বড় ছোট পাথর।


কিডনিতে সেই পাথর টুকরোগুলি বাসা বেঁধেছিল। কিডনি জুড়ে পাথরের টুকরোয় ভরে গিয়েছিল। যা তৈরি হয়েছিল খনিজ এবং লবণের মিশ্রণে। সবচেয়ে বড় পাথরটির মাপ ছিল ৬২ বাই ৩৯ মিলিমিটার।

এন্ডোস্কোপিক সার্জারির হাত ধরে এই বড় ছোট পাথরের টুকরো বার করতেই থাকেন চিকিৎসকেরা। তারপর যখন সব বার হয় তখন তা গুনে মাথায় হাত পড়ে চিকিৎসকদেরও।


১৫৪টি সাকুল্যে পাথরের টুকরো বার হয় কিডনি থেকে। যা নানা সময় ইউরিনারি ট্র্যাকে সংক্রমণ বারবার ফিরিয়ে আনছিল। চিকিৎসকেরা জানিয়েছেন কিডনির এমন সমস্যা যদি প্রথম দিকে অবহেলা করা হয় তাহলে তা রোগীকে ডায়ালিসিসের পথে ঠেলে দিতে পারে।

তেলেঙ্গানার বাসিন্দা ৪৫ বছর বয়স্ক ওই রোগীর অপারেশন হয় এশিয়ান ইন্সটিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি-তে। এই অপারেশনের সাফল্য চিকিৎসকদের আনন্দিত করেছে।

এমন এক ব্লাড সুগারের রোগীর ক্ষেত্রে যে ঝুঁকি থেকেই যায় তা কাটিয়ে যে অপারেশনে সাফল্য এসেছে তাতেই খুশি চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button