সিগারেট না দেওয়ার খেসারত যে এভাবে দিতে হবে তা ভাবতেও পারেননি যুবক
২ যুবক এসে তাঁর কাছে সিগারেট চেয়েছিল। কিন্তু সিগারেট দিতে অস্বীকার করেন অন্য যুবক। তার খেসারত গুনতে হল সিগারেট না দিতে চাওয়া যুবককে।
তখন রাত হয়েছে। ঘড়ি বলছে সওয়া ১১টা। একটি পার্কে ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক। স্থানীয় বাসিন্দা। পার্কে ঘুরছিলেন সিগারেট পান করতে করতে। সেই সময় আশপাশেও তেমন কেউ ছিলেননা।
হঠাৎ সেখানে হাজির হয় ২ যুবক। তারা এসে এই সিগারেট পান করতে করতে পায়চারিরত যুবকের কাছে সিগারেট চায়। সিগারেট দিতে অস্বীকার করেন যুবক। যা মেনে নিতে পারেনি ওই ২ যুবক।
তবে সিগারেট না দিতে চাওয়ার ফল যে এমন হতে পারে তা জানলে বোধহয় ১টা সিগারেট না দেওয়ার ঝুঁকি যুবক নিতেন না। অন্যদিকে কেবল একটা সিগারেটের জন্য এমন কিছু করা যায় তাও মেনে নেওয়া মুশকিল।
তবে সিগারেট দিতে অস্বীকার করার পর আচমকাই রেগে ওই ২ যুবক একটি পিস্তল বার করে গুলি চালায়। গুলিতে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ফাহিম নামে ওই যুবক। ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ২ যুবক রবীন্দর এবং চেতনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে দিল্লির নন্দ নগরী এলাকার নন্দ নগরী পার্কে।
শুধুই কি সিগারেট না দেওয়ায় গুলি চালনা, নাকি এর পিছনে কোনও অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে গিয়ে পুলিশ জানতে পারে যে ২ গোষ্ঠীর মধ্যে ঝামেলার ফল এটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা