গোরক্ষপুরের পর ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশুমৃত্যুর অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশেরই ফারুখাবাদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে। পর্যাপ্ত ওষুধের অভাব ও অক্সিজেনের অভাবে গত ৩০ দিনে এই হাসপাতালে ৪৯টি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই এই ঘটনায় হাসপাতালের ৩ চিকিৎসক ও সিএমও-কে বরখাস্ত করা হয়েছে। রেহাই পাননি জেলাশাসকও। তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার কথা কানে আসতে গত রবিবারই জেলাশাসক রবীন্দ্র কুমারকে হাসপাতালে গিয়ে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর। জেলাশাসকের রিপোর্টেই ধরা পড়ে ওষুধ ও অক্সিজেনের অভাব। ফের সরকারি হাসপাতালে এভাবে শিশুমৃত্যুর ঘটনায় যথেষ্ট চাপে উত্তরপ্রদেশের বিজেপি সরকার।