দেশ বদলাচ্ছে, এবার চালু হচ্ছে অফিসেই বসে বিয়ার পানের সুবিধা
দেশ বদল স্পষ্ট। এবার কর্পোরেট সংস্থায় কর্মরতরা অফিসে বসেই পান করতে পারবেন বিয়ার, ওয়াইন। অফিসে আসা অতিথিদেরও তা পান করানো যাবে। পথ দেখাল এক রাজ্য।
অফিসে বসে চা বা কফি খাওয়া যায়। চাইলে কোল্ড ড্রিংকস, ফলের রসও চলতে পারে। কিন্তু অফিসে কাজের ফাঁকে বিয়ারে গলা ভেজানো বা ওয়াইনে গলা ভেজানো এখনও ভাবতে পারেননা কর্মীরা। এবার কিন্তু সেই সুবিধা তাঁরা পেতে পারেন।
শুধু যে অফিসে কাজ করছেন তাদের ১ লক্ষ বর্গফুটের অফিস হতে হবে। আর সব মিলিয়ে ৫ হাজার কর্মী থাকতে হবে। আর থাকতে হবে একটি ২ হাজার বর্গফুট বা তার চেয়ে বড় ক্যান্টিন। তাহলেই হবে।
এই শর্ত পূরণ হলে সেই কর্পোরেট সংস্থা চাইলে অফিসে বিয়ার পান বা ওয়াইন পান বা এমন কম অ্যালকোহল থাকা পানীয় পানের বন্দোবস্ত রাখতেই পারে।
হরিয়ানা এই পথ খুলে দিল। ওই রাজ্যে কোনও সংস্থা চাইলে এই সুবিধা নিতেই পারে। তবে সংস্থাকে এজন্য সরকারকে বাৎসরিক ১০ লক্ষ টাকা প্রদান করতে হবে। তাহলেই মিলবে লাইসেন্স। যা বারের লাইসেন্সের সমতুল।
হরিয়ানায় ১২ জুনের পর থেকে এই নতুন সুবিধা কোনও সংস্থা চাইলে এবং সব শর্ত পূরণ করলে চালু করতে পারবে।
এইভাবে অফিসে বিয়ার জাতীয় পানীয় ব্যবহারে ছাড়পত্র বাবদ যে লাইসেন্স ফি উঠবে তা হরিয়ানা সরকার পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে ব্যবহার করবে। এজন্য বছরে ৪০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা