National

ক্রিকেটার পিটিয়ে সাসপেন্ড হলেন ২ পুলিশ আধিকারিক, তারপরই বদলে গেল কাহিনি

২ রনজি খেলা ক্রিকেটারকে মারধর করার অভিযোগ সামনে আসার পর ২ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়। কিন্তু তারপরই এল কাহিনিতে ট্যুইস্ট।

কাছেই বাড়ি। তার থেকে খুব দূরে নয় মাঠ। সেখানেই নিয়মিত চলে অনুশীলন। সেভাবেই গত রবিবারও অনুশীলন করতে মাঠে হাজির হন ২ ক্রিকেটার। পেশাদার ক্রিকেট জগতে পা রাখার যাবতীয় গুণ যে তাঁদের আছে তা বোঝা যায়। কারণ তাঁরা ২ জনই রনজি খেলা খেলোয়াড়।

সেদিন মাঠে অনুশীলনে এসে মাঠের কাছে ২ পুলিশ আধিকারিকের গাড়ি রাখায় ভুল দেখতে পান ২ ক্রিকেটার। কেন ভুল ভাবে গাড়ি পার্ক করছেন পুলিশ আধিকারিকরা, এ প্রশ্ন তুলে তাঁরা ২ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।


বিষয়টি কেবল মুখের কথায় আটকে থাকেনি। ২ ক্রিকেটার অভিযোগ করেন তাঁদের মারধর করেছেন ওই ২ পুলিশ আধিকারিক।

২ ক্রিকেটারের ওই অভিযোগের ভিত্তিতে ২ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়। কিন্তু তারপরই সিভিল লাইন এরিয়া-র সার্কেল অফিসার একটি নতুন ভিডিও তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।


এই ভিডিওয় দেখা যাচ্ছে ওই ২ পুলিশ আধিকারিকও ২ ক্রিকেটারের হাতে মার খেয়েছেন। ২ ক্রিকেটার প্রশান্ত চৌবে এবং বিনীত পানওয়ার তাঁদের চটি দিয়ে মারছেন এমন ছবি ওই ভিডিওতে ধরা পড়ছে।

আপাতত সেগুলি খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে পুলিশের বড়কর্তাদের কাছে ভিডিওটি পাঠানো হয়েছে। ফলে এবার কাহিনিতে ট্যুইস্ট।

এখন প্রশ্ন উঠছে যদি ভিডিওতে যা দেখা যাচ্ছে তা সত্যি হয় তাহলে ২ ক্রিকেটারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে? প্রশ্ন উঠছে খোদ পুলিশ মহলেই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button