পাকিস্তানের জন্মের অনেক আগে থেকে ভারতে রয়েছে পাকিস্তান, যার বয়স ২০০ বছর
পাকিস্তান নামে দেশটি গতবছর তাদের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করল। কিন্তু ভারতের মধ্যেই পাকিস্তান রয়েছে ২০০ বছর ধরে। যা আজও রয়ে গেছে।
পাকিস্তান নামে দেশটির জন্ম এ পাকিস্তানের অনেক পরে। ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তান হলেও ভারতের মধ্যেই পাকিস্তান রয়েছে ২০০ বছর ধরে। যে পাকিস্তানের মূল বাসিন্দারা হলেন পেশায় ছুতোর।
আরও একটি বিষয় নজরকাড়া যে ভারতের পাকিস্তানের একজন বাসিন্দাও মুসলিম নন। ঝাড়খণ্ডেই রয়েছে এই ২০০ বছরের পুরনো পাকিস্তান।
ঝাড়খণ্ডের দেওঘর জেলার সারাথ ব্লকের একটি ছোট্ট গ্রামের নাম পাকিস্তান। এই গ্রামে মূলত পেশায় কাঠের কাজে কর্মরতদের বাস।
এমন এক প্রত্যন্ত ছোট্ট গ্রাম অনেক ছড়িয়ে আছে ভারত জুড়ে। কিন্তু এই গ্রামের বিশেষত্ব লুকিয়ে আছে তার নামে। যে নামটা পাকিস্তান নামে দেশটি তৈরির অনেক আগেই এ গ্রামের সঙ্গে জুড়ে গিয়েছিল।
ভারতের মধ্যের এই পাকিস্তান নিয়ে কারও মাথাব্যথা ছিলনা। কিন্তু হালে একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে পাকিস্তান গ্রামটি নজরে এসে পড়েছে।
সরকার রাস্তা তৈরির জন্য টেন্ডার দিতে গেলে পাকিস্তান নামে গ্রামটি সামনে এসে পড়ে। তারপরই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে চর্চা শুরু হয়। গ্রামের নাম পরিবর্তনের জন্য সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে।
সারাথের বিজেপি বিধায়ক রণধীর সিং জানিয়েছেন, তিনি আগে থেকেই এই পাকিস্তান গ্রামের কথা জানতেন। স্থানীয়দের কাছে এই নামের উৎপত্তি নিয়ে জিজ্ঞাসাবাদও করেছিলেন তিনি। কিন্তু কেউই বলতে পারেননি ২০০ বছর আগে এই গ্রামের নাম পাকিস্তান রাখা হয়েছিল কেন। এখন তিনি ওই নাম বদল করার দাবিতে সোচ্চার হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এটা লোভী মানুষের কে কর্মের ফল
শিব মন্দির হেরে যাইনি হেরে গেছে মানুষের মানুষত্য