National

দেশিয় আমের বিশাল সংসারে নতুন সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমের বিশাল সংসারে এবার প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অবশ্যই সশরীরে নয়। তবে আম দুনিয়ায় প্রবেশ প্রধানমন্ত্রীকে জানাল অন্য কুর্নিশ।

আমের দুনিয়ায় মানুষ হারিয়ে যেতেই পারেন। এমনই তার স্বাদ, গন্ধ। ভারতের জাতীয় ফলও আম। সেই আমের আবার নানা প্রকার। বলা হয় ২০০-র ওপর আমের প্রকার রয়েছে।

এখনও নানা নতুন নতুন আমের জন্ম দেন আম চাষে বিশেষজ্ঞ কৃষকরা। এমনই একটি নতুন দেশি আম ফলিয়ে ফেলেছেন মালিহাবাদের উপেন্দ্র সিং। তিনি যে নতুন দেশি আমের প্রকারটির জন্ম দিয়েছেন তার নাম দিয়েছেন মোদী।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামানুসারেই এই নতুন আমের নামকরণ করা হয়েছে। আমটির উপরের অংশ একটু স্থূল। যাকে প্রধানমন্ত্রীর ৫৬ ইঞ্চির ছাতির সঙ্গে তুলনা করা হয়েছে।

আর সবদিক মাথায় রেখে এই আমের নাম প্রধানমন্ত্রীর নামে রাখা হয়েছে। এই নামকরণ সংক্রান্ত নিবন্ধিকরণও হয়ে গেছে। যার কাগজ হাতে পেয়ে গেছেন উপেন্দ্র সিং। ফলে এটা দাঁড়াল যে আগামী দিনে আর কেউ মোদী নাম দিয়ে কোনও আমের নামকরণ করতে পারবেননা।


প্রসঙ্গত প্রতিবছরই দেখা যায় আম কৃষকরা নতুন আমের প্রকার তৈরি করেন। আর সেসব আমের নামকরণ হয় প্রথিতযশা মানুষজনের নামে।

সে তিনি ক্রীড়াজগত থেকে হতে পারেন, অভিনয় জগত থেকে হতে পারেন, গানের জগত থেকে হতে পারেন বা অন্য কোনও জগত থেকে। তবে তিনি নামকরা কোনও মানুষই হন। যাঁর নাম নতুন আমের প্রকারের সঙ্গে স্মরণীয় হয়ে থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button